Home » যেন সাক্ষাৎ ভগবান! মায়ের জীবন রক্ষায় চিকিৎসককে কৃতজ্ঞত‍া স্বীকার পুত্রের

যেন সাক্ষাৎ ভগবান! মায়ের জীবন রক্ষায় চিকিৎসককে কৃতজ্ঞত‍া স্বীকার পুত্রের

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি : চিকিৎসকদের ওপর রোগীর আত্মীয় স্বজনের হামলার ঘটনা প্রায়শই দেখা যায়। কিন্তু বর্ণিত ঘটনাটি হামলা নয়, মায়ের জীবন রক্ষায় চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার ছেলের। ঘটনার সূত্রপাত শনিবার সন্ধ্যা নাগাদ, জেলার মকরামপুর গ্রামীণ হাসপাতালে শনিবার সন্ধ্যা নাগাদ ৬১ বছর বয়সী এক মহিলাকে ভর্তি করেন রোগীর আত্মীয় স্বজন। বিভিন্ন শারীরিক উপসর্গ প্রেসার, সুগার ইত্যাদি পর্যবেক্ষণের পর মকরামপুর গ্রামীণ হাসপাতালে মেডিকেল অফিসার ডক্টর গৌরব দাস অনুমান করেন মস্তিষ্কে রক্ত জমাট হয়েছে। Covid-19, Covid-19, Covid-19, Makrampur Rural Hospital, Corona Hospital in mEdinipur, Coronavirus in midnapore

পরবর্তীকালে মেডিকেলঅফিসার ডক্টর গৌরব বাবু অসুস্থ বৃদ্ধার ছেলেকে মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করার জন্য জানিয়ে দেন। গভীর রাতে রোগীকে কোথায় নিয়ে যাবেন তা নিয়ে সংশয় থাকায় মাকে ভর্তি করেন ওই হাসপাতালেই।

আরো পড়ুন- দীঘায় ফের ডুবল মাছ ভর্তি ট্রলার,সাঁতরে প্রানে বাঁচলেন ৮, মৃত ১ জন

Makrampur corona hospital, Corona hospital in medinipur, Coronavirus, Covid-19, Salboni Covid Hospital,
মায়ের জীবন রক্ষায় চিকিৎসককে কৃতজ্ঞত‍া স্বীকার পুত্রের

পরবর্তীকালে কভিড অ্যান্টিজেন টেস্টে রিপোর্ট পজেটিভ আসায় ভেঙে পড়েন বৃদ্ধার ছেলে রতন অধিকারী। পরে ওই বৃদ্ধাকে স্থানান্তরিত করানো হয় শালবনি লেভেল ফোর করোনা হাসপাতলে। হাসপাতাল সূত্রে খবর ঐ বৃদ্ধা আগের থেকে অনেকটাই সুস্থ আছেন। মায়ের ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠাতে খুশি ছেলে রতন অধিকারী।

আরো পড়ুন- শতবর্ষ পূরোনো বিদ্যালয়কে হেরিটেজ ঘোষনার দাবি প্রাক্তনীদের

রতন বাবু বলেন যাই হোক এই দুই হাসপাতালে চিকিৎসকদের কাছে আমি চির ঋণী হয়ে থাকবো।সমস্ত চিকিৎসকদের ব্যবহার আন্তরিকতা ও চিকিৎসা পরিষেবা আমি মুগ্ধ। বর্তমানের রোগী সহায়তা কেন্দ্রের মাধ্যমে প্রতিদিন তিনবার আপডেট পাচ্ছি সেজন্য জেলা স্বাস্থ্য দপ্তর ও হাসপাতাল কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাই।”

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.