Corona Infection rises in Paschim Midnapore, 300 people affected
ওয়েবডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: করোনা সংক্রমণ বাড়ছে পশ্চিম মেদিনীপুরে। গত চব্বিশ ঘন্টায় জেলায় সংক্রমিতের সংখ্যা ৩০১ জন। এ পর্যন্ত মোট সংক্রমিতের সংখ্যা ২৭১০ জন। গত চব্বিশ ঘন্টায় মৃত্যু হয়েছে একজনের। নতুন করে জেলার চারটি জায়গায় মাইক্রো কনটেইনমেন্ট জোন ঘোষণা। ঘাটাল পৌরসভার ১৭ নং ওয়ার্ডের তিনটি এবং মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানার দেপাড়া এলাকাকে এই আওতায় আনা হয়েছে।
আরও পড়ুন:- মেদিনীপুর শহরের রাঙামাটিতে গোডাউনে আগুন, ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন
১৬ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত ওই এলাকার সমস্ত কিছু বন্ধ থাকবে জরুরি পরিষেবা ছাড়া। অন্যদিকে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মকর সংক্রান্তি উপলক্ষ্যে জেলার বহু মেলা বাতিল। বিভিন্ন জায়গায় পুজো হবে জেনেও ভিড়ের আশংকা করেছিল প্রশাসন। শুক্রবার সকাল থেকে বৃষ্টি শুরু হওয়ায় ভিড় উধাও মন্দিরগুলিতে।
Corona Infection
আরও পড়ুন:- প্রয়াত চিকিৎসক খগেন্দ্রনাথ খামরুই, গরিবের ‘মাসিহা’-র মৃত্যুতে শোকস্তব্ধ মেদিনীপুরবাসী
আরও পড়ুন:- করোনা সংক্রমণ রুখতে এগরা পুরসভায় লকডাউন
পুজো দিতে ছাড়া মেলায় উপস্থিতির সংখ্যা একেবারেই ছিল না। মেদিনীপুর সদরের কনকাবতীর বহু পুরোনো ‘সীতা মেলা’ উপলক্ষ্যে সকাল থেকে ভিড় দেখা যেত। এবারে উধাও সেই চিত্র। পাশাপাশি ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের বর্ডারে বেধাকলাপালেও জমল না মেলা। মকর ডুব দিতেও কংসাবতী নদীতে মানুষজনের সংখ্যা ছিল একেবারেই কম।
আরও পড়ুন:- জমিতে অজানা জন্তুর পায়ের ছাপ! ফের ‘বাঘের আতঙ্ক’ ঝাড়গ্রামে
তবে মেলার থেকে মোরগ লড়াইয়ে কিছুটা ভিড় দেখা গিয়েছে বেধাকলাপাল ও তামাকবাড়িতে। কনকাবতী গ্রাম পঞ্চায়েত সদস্য বাবাই মাঝি জানান, স্থানীয়রা ছাড়া মেলাতে বাইরে থেকে মানুষজন আসেননি। বৃষ্টির জন্যই ভিড় কম। কোনোরকম অপ্রীতিকর ঘটনা রুখতে এদিন সতর্ক ছিল গুড়গুড়িপাল থানার পুলিশ। মাস্ক বিহীন ঘোরাফেরা করলে সতর্ক করাও হয়েছে পুলিশের পক্ষ থেকে।
আরও পড়ুন:- তিলকা মুর্ম্মুর আত্মবলিদান দিবস পালন পশ্চিম মেদিনীপুরে
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Corona Infection
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore
Web Desk, Biplabi Sabyasachi online paper: Corona infection is on the rise in West Midnapore. In the last 24 hours, the number of infected people in the district is 301. The total number of infected so far is 2710 people. One person has died in the last 24 hours. New micro containment zones have been declared in four places of the district. Three of Ward No. 17 of Ghatal Municipality and Depara area of Gurguripal Police Station in Medinipur Sadar Block have been brought under this category.
Everything in the area will be closed from January 16 to 22 except for emergency services. On the other hand, due to the increase in infection, many fairs in the district were canceled on the occasion of Capricorn. The administration feared the crowds even though they knew there would be worship in different places. Crowds disappeared in the temples as it started raining on Friday morning.
There was absolutely no attendance at the fair except for worship. Crowds could be seen from morning on the occasion of many old ‘Sita Mela’ of Kankabati in Medinipur Sadar. This time the image disappeared. Besides, Jamal did not meet at Bedhakalapala on the border of Jhargram and West Midnapore. The number of people in the Kangsavati river was very low even when the Capricorn dived.
However, some crowds have been seen fighting cockfights from the fair at Bedhakalapal and Tamakbari. Kankabati gram panchayat member Babai Majhi said people from outside did not come to the fair except locals. The crowd is less because of the rain. As a result, the police of Gurguripal police station was alert to prevent any untoward incident. Police have also warned people to walk around without masks.