Home » খড়্গপুর- মেদিনীপুরে ফের বদলে গেল কনটেইনমেন্ট এলাকা, একনজরে দেখে নিন সংশোধিত তালিকা

খড়্গপুর- মেদিনীপুরে ফের বদলে গেল কনটেইনমেন্ট এলাকা, একনজরে দেখে নিন সংশোধিত তালিকা

by Biplabi Sabyasachi
0 comments

Containment area

আরও পড়ুন ঃলাইনে দাঁড়িয়েও মিলছে না ভ্যাকসিন, কোলাঘাটে টাকা হাতে নিয়ে বিক্ষোভ

পত্রিকা প্রতিনিধি: ২৪ ঘন্টা পেরোতে না পেরোতেই বদল করা হল বিজ্ঞপ্তি। গতকাল রাতে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল গোটা মেদিনীপুর শহরে বিধি-নিষেধ জারি থাকবে। বুধবার দুপুরে সেই বিজ্ঞপ্তি সংশোধন করে বলা হল মেদিনীপুর পৌরসভার ১, ২, ৪ এবং ১৯ নম্বর ওয়ার্ডে শুধুমাত্র জারি থাকবে বিধিনিষেধ।
খড়্গপুর পুরসভার ১৩,১৫,৩১,৩২ ও ৩৫ নম্বর ওয়ার্ড গন্ডীবদ্ধ করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে। এছাড়াও নারায়নগড়, বেলদা, গড়বেতা, কেশিয়াড়ীর বেশ কিছু এলাকাতেও কনটেইনমেন্ট জোন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। এক নজরে দেখে নিন খড়্গপু-মেদিনীপুর সহ সেই সংশোধিত তালিকা-

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Containment area

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.