Home » বন্ধ বিদ্যালয়ের দরজা, দূরত্বে মন খারাপ ছাত্র-শিক্ষকদের

বন্ধ বিদ্যালয়ের দরজা, দূরত্বে মন খারাপ ছাত্র-শিক্ষকদের

by Biplabi Sabyasachi
0 comments

Teachers’ Day

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিনে প্রতিবছর পালিত হয় শিক্ষক দিবস। বিদ্যালয়গুলির পাশাপাশি বিভিন্ন প্রাইভেট কোচিং সেন্টারেও দিনটি পালিত হয়। ছাত্র-শিক্ষদের কাছে দিনটির মাহাত্ম্য অনেক। 5 ই সেপ্টেম্বর দিনটিতে বিদ্যালয়গুলিতে ছাত্র- শিক্ষকদের মধ্যে বন্ধুর সম্পর্ক লক্ষ্য করা যায়। অন্যান্য দিনগুলিতে শিক্ষকদের প্রতি ছাত্রদের ভয়ভীতিও উধাও হয়ে যায় দিনটিতে। সেই সব চিত্র এবারে ‘গৃহবন্দী’। করোনার জেরে বহুদিন বন্ধ বিদ্যালয়ের দরজা। তাতে দূরত্ব বাড়ছে ছাত্র-শিক্ষক সম্পর্কেও। আবার শিক্ষক দিবসে বিদ্যালয় থেকে দূরে ‘গৃহবন্দী’ থাকতে হওয়ায় মন খারাপ ছাত্র-শিক্ষক উভয়েরই। সোশ্যাল মাধ্যমে শিক্ষকদের শ্রদ্ধা জানিয়েছে অনেকে। তাতে কি আর অন্তরের ব্যথা ঘোঁচে! শিক্ষক তাপস মাঝি, বিপ্লব মাহাতদের কথায়, চোখের সামনে দিনগুলি ভেসে উঠছে।

আরও পড়ুন:- বিজেপির শক্ত ঘাঁটি পশ্চিম মেদিনীপুরের ভীমপুরে ভাঙন

নিজস্ব চিত্র

আরও পড়ুন:- পূর্ব মেদিনীপুরে লোহার পাতি বোঝাই মেশিন ভ্যান উল্টে মৃত্যু যুবকের

মন ভীষণ খারাপ। বিদ্যালয় থেকে দূরে থাকায় একই অবস্থা ছাত্রদেরও। তবে যাদের প্রাইভেট টিউশন রয়েছে। তারা দিনটি প্রাইভেট শিক্ষকদের শ্রদ্ধা জানিয়ে পালন করছে। ছাত্র সুকমল মাইতি, সঞ্জয় জানারা বলেন, প্রাইভেট টিউশনে পালন হলেও বিদ্যালয়ের দিনগুলি ভোলার নয়। শুধু শিক্ষক দিবসে নয়, দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ থাকায় বাড়ছে ছাত্র-শিক্ষক দূরত্বও। গুড়গুড়িপাল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রলয় বিশ্বাস জানান, দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ থাকায় বাড়ছে দূরত্ব। এটা অত্যন্ত কষ্টের। আগামীদিনে কি পর্যায়ে দাঁড়াবে জানি না। তিনি বলেন, শিক্ষক দিবসে শিক্ষক হিসেবে নিজেকে ঝালিয়ে নেওয়ার চেষ্টা করি কি করতে পেরেছি। দিনটিতে ছাত্রদেরও সুযোগ থাকে তারা কি হতে চাই বা বলতে চাই। শিক্ষক দিবস ছাত্র-ছাত্রীদের মিলনের জায়গা। এই দিনটিতেই শিক্ষকদের শিক্ষক ছাড়াও অন্য ভাবে দেখা যায়।

আরও পড়ুন:- পূর্ব মেদিনীপুরে শ্মশানের ধার থেকে যুবকের মৃতদেহ উদ্ধার , তদন্তে পুলিশ

শিক্ষকরা সাধারণভাবে বন্ধুর মতো মিশে যায়। অন্যদিকে বিদ্যালয় বন্ধ থাকায় পড়াশোনা ছেড়ে দিয়ে যোগ দিচ্ছে কাজে। অল্প বয়সে অনেক ছাত্রীর বিয়ের ঘটনাও ঘটছে। বিদ্যালয়ের দরজা বন্ধ থাকায় আরও বেশি মন খারাপ সাংস্কৃতিক কর্মসূচীর দায়িত্বে থাকা শিক্ষক-শিক্ষিকাদের। সারাদিনের ব্যস্ততায় নিঃশ্বাস নেওয়ারও সময় থাকে না। অথচ আজ ‘গৃহবন্দি’। এমনই শোনালেন চাঁদড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা অন্তরা ঘোষ। তিনি বলেন, সারাদিনের ব্যস্ততায় সময় যেন তাড়াতাড়ি পেরিয়ে যেত। অথচ আজ সময় কাটছে না। বাড়িতেই রয়েছি। বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের দায়িত্বে থাকায় ছাত্র ছাত্রীদের আনাগোনা লেগেই থাকত। অন্যান্য দিনের থেকে শিক্ষক দিবসের দিন আরও কাছাকাছি আসত ছাত্র-ছাত্রীরা। তবে এই মন খারাপের দিন শেষ হোক, খুলুক বিদ্যালয়ের দরজা চাইছেন ছাত্র-শিক্ষক সকলেই।

আরও পড়ুন:- থানার কোয়ার্টারের মধ্যে সাব-ইন্সপেক্টরের ঝুলন্ত দেহ উদ্ধার, পশ্চিম মেদিনীপুরের কেশপুরের ঘটনায় চাঞ্চল্য

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Teachers’ Day

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

Web Desk, Biplabi Sabyasachi online paper: Teacher’s Day is celebrated every year on the birthday of Dr. Sarvepalli Radhakrishnan. The day is celebrated in schools as well as in various private coaching centers. The students and teachers have a lot of greatness of the day. On the 5th of September, a friendly relationship between students and teachers can be observed in schools. On other days, the students’ fear of teachers also disappeared during the day. All those images are ‘house arrest’ this time. The school doors are closed for a long time due to corona. The distance between students and teachers is also increasing. On Teacher’s Day, both students and teachers are upset because they have to stay away from school.

Many have paid homage to the teachers through social media. What is the pain in the heart! In the words of teacher Tapas Majhi, Biplob Mahat, the days are floating in front of the eyes.The mind is very bad. The students are in the same situation as they are away from school. However, those who have private tuition. They are observing the day with respect to private teachers. Student Sukmal Maiti, Sanjay Janara said that even though it is celebrated in private tuition, school days are not forgotten. Not only on Teacher’s Day, the student-teacher distance is also increasing as the school has been closed for a long time. Praloy Biswas, assistant headmaster of Gurguripal High School, said the distance was increasing as the school was closed for a long time. It’s very difficult.

I don’t know what stage it will be in tomorrow. “What I was able to do was try to immerse myself as a teacher on Teacher’s Day,” he said. Students also have the opportunity on the day to say what they want to be or say. Teacher’s Day is a meeting place for students. On this day, teachers are seen in a different way than teachers. Teachers usually blend in like friends. On the other hand, as the school is closed, he is leaving his studies and joining work. Many students are getting married at a young age.

The teachers in charge of the cultural program are even more upset as the school doors are closed. There is no time to breathe in the busyness of the day. But today ‘house arrest’. This is what Chandra High School teacher Antra Ghosh said. He said that time would pass quickly in the busyness of the day. But today time is not running out. I am at home. As he was in charge of the cultural program in the school, the students were always on the move. Students used to come closer to Teacher’s Day than other days. But let this sad day end, all the students and teachers are looking for the door of Khuluk Vidyalaya.

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.