Midnapore News
অরুপ নন্দী : পদ্ম শিবির ছেড়ে ঘাসফুলে যোগ দিলেন প্রধান চৈতন মাহাত (Chaitan Mahata)। উপপ্রধান পার্বতী মুর্ম্মু (Parbati Murmu) নাকি আগেই লিখিত দিয়ে যোগ দিয়েছেন। তাতে গেরুয়া ফিকে হতেই সবুজ আবিরে ‘রঙিন’ হয়ে উঠল শালবনী (Shalboni) ব্লকের লালগেড়িয়া (Lalgeria) গ্রাম পঞ্চায়েত। ‘রঙ’ বদল হলেও একই থাকবে প্রধান ও উপপ্রধান! রবিবার শালবনীর লালগেড়িয়ার জয়পুরে (Jaipur) পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা (Sujoy Hazra) ও জেলা যুব সভাপতি সন্দীপ সিংহ (Sandip Sigha) ও মহিলা সভানেত্রী কল্পনা শীটকে (Kalpana Sheet) সংবর্ধনা দেওয়ার আয়োজন করে তৃণমূল (TMC) । সেখানে তৃণমূলে যোগদান করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা।
আরও পড়ুন:- মেদিনীপুরের হোম থেকে পলাতক এক আবাসিক উদ্ধার, বাকি ২ জনের খোঁজে পুলিশ
আরও পড়ুন:- আজকের রাশিফল – ২৩ আগষ্ট ২০২১, বাঃ – ০৬ ভাদ্র ১৪২৮
শালবনী উত্তর মন্ডল সম্পাদক সুদীপ সিং (Sudip Singh) , সভাপতি সজল মাহাত (Sajal Mahata) সহ লালগেড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সদস্য সহ অনেকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেয় বলে দাবি তৃণমূল নেতৃত্বের। তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন, জেলা সভাপতি সুজয় হাজরা, প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাত (Srikanta Mahata) , ব্লক সভাপতি নেপাল সিংহ (Nepal Singha), জেলা যুব সভাপতি সন্দীপ সিংহ।
Midnapore News
আরও পড়ুন:- মেদিনীপুরের হোম থেকে পলাতক এক আবাসিক উদ্ধার, বাকি ২ জনের খোঁজে পুলিশ
উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনে 12 টির মধ্যে বিজেপি (BJP) 7 টি ও তৃণমূল 5 টি আসন জিতে। বোর্ড গঠন করে বিজেপি। অনেক চেষ্টা করেও দল ভাঙিয়ে তৃণমূলে আনতে পারে নি বিজেপির পঞ্চায়েত সদস্যদের। একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল ফের ক্ষমতায় আসার পর একের পর এক পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি হাতছাড়া হচ্ছে বিরোধীদের। সেইমতো লালগেড়িয়া গ্রাম পঞ্চায়েতও বিজেপির হাতছাড়া। আগে উপপ্রধানের পর এদিন বিজেপির প্রধান তৃণমূলে যোগ দেওয়ায় সংখ্যা গরিষ্ঠ হয় শাসকদল। সংখ্যাগরিষ্ঠ হলেও অনাস্থা আনবে না প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে। তৃণমূলের অঞ্চল সভাপতি গৌতম মাহাত (Goutam Mahata) জানিয়েছেন, গ্রাম পঞ্চায়েতে সদস্য সংখ্যা এবারে আমাদের বেশি হলেও প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনা হবে না। যারা প্রধান ও উপপ্রধান ছিলেন তারাই থাকবে।
Midnapore News
আরও পড়ুন:- মেদিনীপুর শহরে সাতসকালে উদ্ধার অপরিচিত যুবকের মৃতদেহ
আরও পড়ুন:- Google অ্যাপের ফ্রি কোচিং পরীক্ষায় নজরকাড়া সাফল্য মহিষাদলের শৌভিকের
কেন অনাস্থা আনা হবে না? উত্তরে জানান, উপপ্রধান এর আগে তৃণমূলে যোগ দিয়েছেন লিখিতাকারে। আজ প্রধান যোগ দিলেন। ওনারা আমাদের দলের নীতি আদর্শ মেনে চলছে বলে অনাস্থা আনা হবে না। ওনারাই প্রধান ও উপপ্রধান থাকবেন। প্রধান চৈতন মাহাতকে ফোন করলেও কোনো উত্তর পাওয়া যায় নি। বিজেপির এক জেলা নেতা বলেন, ভয় দেখিয়ে, জোর করে দলে যোগ দিতে বাধ্য করানো হচ্ছে। তৃণমূলের ব্লক সভাপতি নেপাল সিংহ বলেন, বিজেপির অনুন্নয়ন ও বিভেদের রাজনীতি মানুষ বুঝতে পেরেছেন। তাই বিজেপি ছেড়ে রাজ্যের উন্নয়নের সাথী হতে তৃণমূলে যোগ দিচ্ছেন।
Midnapore News
আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু একজনের, আহত কমপক্ষে ২০ জন
আরও পড়ুন:- ঝাড়গ্রামের সাঁকরাইলে প্রকাশ্য দিবালোকে দুই নাবালিকা ছাত্রীকে অপহরণের চেষ্টা
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Midnapore News
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore