Attempt of sabotage by keeping landmine in Lalgarh, accused arrested
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : বিধানসভা নির্বাচনের সময় ঝাড়গ্রাম জেলার লালগড় থানার তেতুলিয়া কালভার্টের কাছ থেকে শক্তিশালী লান্ড মাইন উদ্ধার করল লালগড় থানার পুলিশ। তদন্ত শুরু লালগড় থানার পুলিশ জানতে পারে ঘটনার সাথে জড়িত রয়েছে লালগড় থানার ঢেকুয়া গ্রামের চুনীলাল মান্ডি। রবিবার রাতে চুনীলাল মান্ডি গ্রেপ্তার করা হয়। সোমবার তাকে ঝাড়গ্রাম আদালতে তোলা হয় ।
আরও পড়ুন:- পুরভোটে ‘ঘরের ছেলে’ আর ‘অভিভাবক’-এর লড়াই মেদিনীপুর শহরে
আরও পড়ুন:- রাজ্য সরকারের ‘দুয়ারে মদ’ প্রকল্পের প্রতিবাদে পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দপ্তরে বিক্ষোভ
তার বিরুদ্ধে নাশকতার চেষ্টা, নাশকতার ঘটনা ঘটানোর অভিযোগ সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের করে লালগড় থানার পুলিশ। তদন্তের জন্য চুনীলাল মান্ডি কে নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন করে লালগড় থানার পুলিশ । লালগড় থানার পুলিশ এর আবেদন আদালত মঞ্জুর করে।
Attempt of Sabotage
আরও পড়ুন:- এগরায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর
আরও পড়ুন:- স্কুলে পঠনপাঠন চালুর দাবিতে পশ্চিম মেদিনীপুরে মিছিল শিক্ষক সমিতির
তাই ঝাড়গ্রাম আদালতে দুই পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর ঝাড়গ্রাম আদালতের ভারপ্রাপ্ত বিচারক ধৃত চুনীলাল মান্ডির কে চার দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। চুনীলাল মান্ডি কে নিজেদের হেফাজতে নিয়ে লালগড় থানার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করবে ওই ঘটনার সাথে আর কারা কারা জড়িত রয়েছে ।তবে ওই ঘটনাকে কেন্দ্র করে লালগড় থানার ঢেকুয়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন:- দীঘায় সি-বিচে বসানো হচ্ছে সিসি ক্যামেরা, প্রতিনিয়ত নজরদারিতে প্রশাসন
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Attempt of Sabotage
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore
Web Desk, Biplabi Sabyasachi online paper: Lalgarh police recovered a powerful landmine from Tetulia culvert of Lalgarh police station in Jhargram district during the assembly elections. Lalgarh police said that Chunilal Mandi of Dhekua village of Lalgarh police station was involved in the incident. Chunilal Mandi was arrested on Sunday night. He was taken to Jhargram court on Monday.
The police of Lalgarh police station filed several charges against him under various sections including attempted sabotage. The police of Lalgarh police station requested Chunilal Mandi to take them into their custody for investigation. The court granted the application of Lalgarh police.
Therefore, after hearing the statements of the lawyers of both the parties in the Jhargram court, the acting judge of the Jhargram court ordered to keep the arrested Chunilal Mandi in police custody for four days. Taking Chunilal Mandi into their custody, the police of Lalgarh Police Station will interrogate him and try to find out who else is involved in the incident.