Home » Daspur Bird Hunting : দাসপুরে পাখি শিকার, নড়েচড়ে বসল বনদফতর! এলাকা পরিদর্শন আধিকারিকদের

Daspur Bird Hunting : দাসপুরে পাখি শিকার, নড়েচড়ে বসল বনদফতর! এলাকা পরিদর্শন আধিকারিকদের

by Biplabi Sabyasachi
0 comments

As soon as the news of bird hunting with open guns in Daspur became public, the port office became restless.

ওয়েব ডেস্ক ,বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : দাসপুরে প্রকাশ্য বন্দুক দিয়ে পাখি শিকারের খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসল বনদফতর। এলাকা পরিদর্শন ও গ্রামবাসীদের সাথে কথা বললেন বনদফতরের আধিকারিকরা।পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার উদয়চক এলাকায় দিনের বেলায় প্রকাশ্য বন্দুক হাতে পাখি শিকারের দৌরাত্ম্যের ঘটনায় রবিবার দাসপুরের উদয়চক গ্রামে যান পশ্চিম মেদিনীপুর জেলার বনদপ্তরের খড়গপুর ডিভিশনের এডিএফও অর্পিতা পাত্র, ঘাটাল সোশ্যাল ফরেস্টের বিট অফিসার অসিতবরণ মুখার্জি,দাসপুর সুলতাননগর বিটের ওয়াইল্ড রিকোভারি টিমের সদস্য মলয় ঘোষ সহ বনদফতরের একাধিক আধিকারিক এলাকা পরিদর্শন করেন।

আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে ৪ মাস কাজের পরেও অমিল একশো দিনের মজুরি, ক্ষোভ দিনমজুরদের

নিজস্ব চিত্র

আরও পড়ুন:- এগরায় পুলিশ গাড়ির ধাক্কায় গুরুতর জখম ১ বাইক আরোহী! পথ অবরোধ উত্তেজিত জনতার

এই উদয়চক এলাকায় বেশ কয়েকদিন ধরেই বন্দুক হাতে পাখি শিকারীদের দৌরাত্ম্য বেড়ে চলেছিল। দাসপুরের উদয়চকে কয়েকজন যুবক প্রকাশ্য বন্দুক হাতে এলাকার বিভিন্ন জঙ্গলে ঘুরে নির্বিচারে বিভিন্ন প্রজাতির পাখিকে মেরে নিয়ে যাচ্ছে।গ্রামবাসীরা বাধা দিলে তাদের বারণ অগ্রাহ্য করে চলছিল পাখি শিকারীদের দৌরাত্ম্য,নির্বিচারে মারা পড়ছিল বন্য পাখিরা। বনদপ্তরের বিরুদ্ধে নজরদারি ও পদক্ষেপ গ্রহণে গাফিলতির অভিযোগও উঠছিল। এবার দাসপুরের উদয়চক গ্রামে সেইসব জায়গা পরিদর্শন করা এবং সেখানকার মানুষদের সাথে কথা বলেন আধিকারিকরা।

Daspur Bird Hunting

আরও পড়ুন:- রাজ্যে দশম এবং দেশের সেরা কলেজের তালিকায় স্থান পেল মেদিনীপুর সিটি কলেজ

নিজস্ব চিত্র

আরও পড়ুন:- শিকারে ৯০ শতাংশ জমায়েত আটকানো গিয়েছে! মেদিনীপুরে জানালেন ডিএফও

বনদপ্তর সূত্রে জানাযায়,ওই এলাকার মানুষদের কাছে আবেদন করা হয়েছে পাখি শিকারীরা সংখ্যায় কম তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে। এরই পাশাপাশি কয়েকদিনের মধ্যে পুলিশ প্রশাসন,গ্রাম পঞ্চায়েত,স্থানীয় ক্লাব ও গ্রামবাসীদের নিয়ে আলোচনায় বসবে বনদপ্তর। ওই এলাকায় বনদপ্তরের তরফে সচেতনতামূলক প্রচার ও লিফলেট বিলি করা হবে বলেও জানানো হয়েছে। বনদপ্তরের এলাকা পরিদর্শনের পর গ্রামবাসীদের দাবি যেকোনও ভাবে বন্ধ হোক নির্বিচারে এই পাখি শিকার। বনদপ্তরের তরফে আশ্বস্ত করা হয়েছে এই ধরনের ঘটনা যাতে আগামী দিনে আর না ঘটে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন:- “হিংসা হতেই পারে, আটকাবে প্রশাসন,” মেদিনীপুরে বললেন সুকান্ত মজুমদার

Advertisement

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Daspur Bird Hunting

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.