Allegation of setting fire in the forest at Medinipur Sadar without giving importance to the ban of the forest department

ওয়েব ডেস্ক ,বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : বন দফতরের বারংবার নিষেধ সত্ত্বেও জঙ্গলের শুকনো পাতায় আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটছে। কে বা কারা কি জন্য আগুন ধরাচ্ছে তা বোঝার উপায় নেই। আর জঙ্গলে এভাবে আগুন ধরানোর জন্য বিভিন্ন পোকামাকড়, জীবজন্তু মারা যাচ্ছে। ক্ষতি হচ্ছে গাছপালার। পরিবেশে বাড়ছে দূষণ, বাস্তুতন্ত্রে নেমে আসছে বিপর্যয়। জঙ্গলে আগুন ধরানো যাতে না হয় সেজন্য ধারাবাহিকভাবে প্রচার চালাচ্ছে বন দফতর।

আরও পড়ুন:- আগ্নেয়াস্ত্র সহ বিহারের ৩ দুষ্কৃতীকে গ্রেফতার করল পূর্ব মেদিনীপুরের রামনগর থানার পুলিশ

Fire in Forest
নিজস্ব চিত্র

আরও পড়ুন:- বিরল রোগে আক্রান্ত! মেদিনীপুর শহরে ভর্তি নিল না স্কুল, অবশেষে সমাধান করলেন প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান

বিভিন্ন জায়গায় পোস্টারিং করা, লিফলেট বিলি, মাইকিং করার মাধ্যমে বাসিন্দাদের সচেতন করা হচ্ছে। কিন্তু তারপরও জঙ্গলে আগুন লাগানো বন্ধ হচ্ছে না। মেদিনীপুর সদর ব্লকের ধেড়ুয়া, চাঁদড়া মনিদহ, কনকাবতী প্রভৃতি এলাকার জঙ্গলে আগুন লাগানোর ঘটনা ঘটছেই। বৃহস্পতিবার চাঁদড়া রেঞ্জের ডুমুরকোঠার বিস্তীর্ণ জঙ্গলের ঝরা শুকনো পাতায় আগুন ধরিয়ে দেয় কেউ বা কারা। দাউ দাউ করে জ্বলতে থাকে সেই আগুন।

Fire in Forest

আরও পড়ুন:- মেদিনীপুর গ্রামীণে জেসিবি দিয়ে বালি তোলার অভিযোগ, বাড়ছে ক্ষোভ

Advertisement

আরও পড়ুন:- চাষে লোকসান, ঋণের বোঝা সামলাতে না পেরে চন্দ্রকোনায় আত্মঘাতী কৃষক !

পরে বন দফতর ও স্থানীয় বাসিন্দারা সেই আগুন নেভাতে উদ্যোগ নেন। চাঁদড়া রেঞ্জের আধিকারিকরা সুজিত পন্ডা জানান, আগুন না লাগানোর বার্তা দিয়ে সচেতনতার প্রচার চালানো হয় এলাকায়। তা সত্ত্বেও কেউ বা কারা জঙ্গলে আগুন লাগিয়ে দিচ্ছে। বনকর্মীরা খবর পেয়ে আগুন নেভাচ্ছেন। নজরদারি চালানো হচ্ছে, ধরা পড়লে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং সচেতনতার প্রচারে আরও জোর দেওয়া হবে।

আরও পড়ুন:- নদীতে মহিলার গলাকাটা বস্তাবন্দী দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য দাসপুরে

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Fire in Forest

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.