Deer carcass
আরও পড়ুন ঃ-ভগ্নপ্রায় কালভার্ট সংস্কারের দাবিতে ঝাড়গ্রামে পথ অবরোধ
পত্রিকা প্রতিনিধি: পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানার মহালিসাই গ্রামে ফের হরিণের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকাজুড়ে। স্থানীয় বাসিন্দারা জানান ,সোমবার সকালে কেয়াকোল হাসপাতালের সামনে পুকুরের ধারে পড়ে থাকতে দেখা যায়একটি হরিণকে। তার শরীরে বড় ক্ষতের দাগ রয়েছে।
পরে এলাকাবাসীরা খবর রুপনারায়ন বনদফতরে খবর দিলে কর্মীরা হরিণের দেহটি উদ্ধার করেন।স্থানীয় ও বন বিভাগের কর্মীদের অনুমান, হরিণটি জঙ্গল থেকে রাতে লোকালয়ে চলে আসে। কোনও পশু তাকে তাড়া করে থাকতে পারে। ওই পশুর কামড়েই ক্ষত সৃষ্টি হয় হরিণটির শরীরে বলেই প্রাথমিক ভাবে অনুমান করছেন বনদফতরের কর্মীরা। তাহলে কি পশুর কামড়েই মারা গিয়েছে হরিণটি? সেই বিষয়ে স্পষ্ট কিছু জানাননি বনদফতরের কর্মীরা।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Deer carcass
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore