A daughter was born on the day of the Madhyamik examination, and Amrita of West Midnapore took the examination with her
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : অদম্য জেদ থাকলে সব কিছুই সম্ভব। তা আরও একবার দেখিয়ে দিলেন মাধ্যমিকের ছাত্রী তথা ফুটফুটে কন্যা সন্তানের জননী অমৃতা মাহাতো। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর গ্রামীনের ভালকিশোল গ্রামের গৃহবধূ অমৃতা মাহাতো। অন্তঃসত্ত্বা অবস্খাতেই মাধ্যমিকের প্রথম পাঁচটি পরীক্ষা দিয়েছে।
আরও পড়ুন:- ঝাড়গ্রাম পুরসভার চেয়ারম্যান হলেন কবিতা ঘোষ, ভাইস-চেয়ারম্যান সুখি সরেন
আরও পড়ুন:- স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা পশ্চিম মেদিনীপুরে! ৫ বছর সশ্রম কারাদন্ডের নির্দেশ আদালতের
সাহেবপাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অমৃতার পরীক্ষা কেন্দ্র হিজলি সংলগ্ন গোপালি হাই স্কুল। রবিবার রাতে হঠাৎ প্রসব যন্ত্রণা অনুভব করলে তাকে হিজলি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। ভোর তিনটে নাগাদ কোল আলো করে জন্ম নেয় কন্যা সন্তান। এদিকে আজ অর্থাৎ সোমবার মাধ্যমিকের গণিতের পরীক্ষা ছিল। এতকিছুর পরেও শেষ দুটি পরীক্ষা দেওয়ার ইচ্ছা ছিল অমৃতার ভেতরে।
Madhyamik Examination
আরও পড়ুন:- রাজ্যে শাসকের আইন চলছে, মেদিনীপুরে বললেন ভারতী ঘোষ
তারপর তিনি ঠিক করেন হাসপাতাল থেকেই পরীক্ষা দেবেন। সেই উদ্দেশ্যে গোপালী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র ইনচার্জের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়। নিজের মানসিক উদ্যম, স্বামী ও পরিবারের লোকেদের সহযোগিতায় হাসপাতালে বসেই দিলেন মাধ্যমিকের গণিতের পরীক্ষা।
আরও পড়ুন:- খড়্গপুর শহরে বি.টেক পড়ুয়ার মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Madhyamik Examination
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore