Kho Kho competition : ৪৩ তম দক্ষিণবঙ্গ জুনিয়র খো খো প্রতিযোগিতা ২০২২-এ বালিকা বিভাগের চ্যাম্পিয়ন হলো পশ্চিম মেদিনীপুর। আর বালক বিভাগে রানার্স। গত শনি ও রবিবার পূর্ব বর্ধমান জেলা খো খো সংস্থা সাঁকো সিএস উচ্চ বিদ্যালয় মাঠে খো খো প্রতিযোগিতার আয়োজন করে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ৪৩ তম দক্ষিণবঙ্গ জুনিয়র খো খো প্রতিযোগিতা ২০২২-এ বালিকা বিভাগের চ্যাম্পিয়ন হলো পশ্চিম মেদিনীপুর। আর বালক বিভাগে রানার্স। গত শনি ও রবিবার পূর্ব বর্ধমান জেলা খো খো সংস্থা সাঁকো সিএস উচ্চ বিদ্যালয় মাঠে খো খো প্রতিযোগিতার আয়োজন করে।
দুই বর্ধমান, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এই ছ’টি জেলার খো খো দল প্রতিযোগিতায় অংশ নেই। বালিকারা লীগ পর্যায়ে বাঁকুড়া ও পূর্ব বর্ধমানকে হারিয়ে ফাইনালে ওঠে। ফাইনালে পূর্ব মেদিনীপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পশ্চিম মেদিনীপুরের বালক বিভাগ ফাইনালে মুখোমুখি হয় পূর্ব মেদিনীপুরের সাথে।
আরও পড়ুন : এসএসসি দুর্নীতিতে দোষীদের শাস্তি ও নিয়োগের দাবিতে মেদিনীপুরে বিক্ষোভ, পথ অবরোধ
চ্যাম্পিয়ন হয় পূর্ব মেদিনীপুর। দক্ষিণবঙ্গ থেকে বালক-বালিকা বিভাগে চ্যাম্পিয়ন ও রানার্স দল রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে। রাজ্য স্তরের প্রতিযোগিতা হবে নদীয়াতে ১৯-২১ আগস্ট। ওই প্রতিযোগিতায় সব দল থেকে বাছাই করা খেলোয়াড়দের নিয়ে তৈরি হবে রাজ্য খো খো দল।
আরও পড়ুন : শালবনীতে হাতির হামলা, খাবারের খোঁজে ভাঙল মাটির দেওয়াল
সেই দল দুটি জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নেবে। জানা গিয়েছে, জাতীয় খো খো জুনিয়র চ্যাম্পিয়নশিপ হবে ডিসেম্বর মাসে হুগলিতে। জেলার প্রশিক্ষক সুভাংশু রায় বলেন, নিয়মিত অনুশীলনেই এই সাফল্য। আগামী দিনেও এই জেলা সফল হবে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Kho Kho competition
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore