Paschim Medinipur: The activity of forming the board is at the trinamool level, the chairman, president, are being vigorously practiced.
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে তৎপরতা শুরু হয়েছে পঞ্চায়েতের তিনটি স্তরে বোর্ড গঠনের। যার প্রস্তুতিও শুরু হয়ে গেছে শাসক দলের অন্দরে। জানা গিয়েছে, আগামী ১০ ও ১১আগস্ট গ্রাম পঞ্চায়েতগুলির বোর্ড গঠন হবে। ১০ আগস্ট পঞ্চায়েত সমিতিরও বোর্ড গঠন হবে। তবে ১৪ আগস্ট জেলা পরিষদের বোর্ড গঠন করা হবে। যার বিজ্ঞপ্তিও প্রকাশ হয়েছে। বোর্ড গঠনের পর সভাধিপতি, সভাপতি, প্রধান পদ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
তা নিয়েও একাধিক বৈঠক করেছেন তৃণমূল নেতারা। দলীয় সূত্রে খবর, প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় বুথ সভাপতিদের নিয়ে বৈঠক করা হয়েছে। সেখানে সংখ্যাগরিষ্ঠের মতামত নিয়ে প্রধান, উপপ্রধান নাম ঠিক করা হয়। পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ-সভাপতিও এক প্রকার ঠিকই হয়ে গিয়েছে। তবে সবচেয়ে টানটান উত্তেজনা রয়েছে জেলা পরিষদের সভাধিপতি ও সহ-সভাপতি পদে কে বসবেন। তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, “রাজ্য থেকে ঠিক হবে কে সভাধিপতি আর কে সহ-সভাধিপতি হবেন।
তবে আগামী ১০ ও ১১ আগস্ট প্রতিটি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করা হবে। ১০ তারিখ পঞ্চায়েত সমিতি এবং ১৪ তারিখ জেলা পরিষদের বোর্ড গঠন হবে। তৃণমূল সূত্রে খবর, জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েতে বৈঠক হয়েছে প্রধান, উপপ্রধান ঠিক করতে। এখনও পর্যন্ত তাতে দলের গোষ্ঠী কোন্দলের মতো কোনোরকম সমস্যা তৈরি হয় নি বলে জানা গিয়েছে। মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানা এলাকায় চারটি গ্রাম পঞ্চায়েত রয়েছে। প্রধান, উপপ্রধানের নামও ঠিক হয়েছে বৈঠকে।
আরও পড়ুন : রাজ্য সরকারের প্রায় তিন কোটি টাকা বিশেষ বরাদ্দ পেল ঘাটাল পুরসভা
আরও পড়ুন : কয়েকবছরে অনেকটাই বদলেছে বীরসিংহ! সাড়ে ১১ কোটি টাকার ২০ টি প্রকল্পের শিলান্যাস আগস্ট মাসে
শুধুমাত্র জেলার শীলমোহর পড়ার অপেক্ষায়। তাতে সম্ভাব্য নাম উঠে এসেছে কনকাবতী গ্রাম পঞ্চায়েতে প্রধান হিসেবে সুখেন্দু জানা, উপপ্রধান কবিতা সিংহ। মনিদহতে কানাই হেমরম, নির্মল মাঝি। চাঁদড়াতে ফাল্গুনী দে, তারকনাথ বেরা, ধেড়ুয়াতে জয়ন্তী চালক, কৌশিক মাহাত। পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে মেদিনীপুর সদরের পূর্ব অংশ থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিম থেকে সহ-সভাপতি পদ পেতে পারে। প্রতিটি অঞ্চল থেকে একজন করে কর্মাধ্যক্ষ হবেন মেদিনীপুর সদরে, এমনটাই তৃণমূল সূত্রে খবর।
আরও পড়ুন : ব্রিটিশ আমলের বাণিজ্য নগরী খড়ার শহরের রমরমা কাঁসা -পিতল শিল্প এখন বিলুপ্ত
আরও পড়ুন : কলেজ ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় দুই যুবকের ফাঁসি ও এক মহিলার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ আদালতের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Paschim Medinipur
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper