Paschim Medinipur District Police has taken several steps to increase public relations
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মানুষকে আশ্বস্ত করতে গতকাল সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, “পুলিশ এলাকায় টহল দিক। সেই টহল যেন মানুষকে আশ্বস্ত করে।” তারপরই জনসংযোগ বৃদ্ধিতে একাধিক কর্মসূচি নিল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে সম্প্রতি মাওবাদী নামাঙ্কিত একাধিক পোস্টার উদ্ধার হয়েছে। তাতে এলাকায় ভুয়ো আতঙ্ক তৈরির চেষ্টা চালানো হচ্ছে। এমনটাই মনে করছেন জেলা পুলিশ।
পোস্টারে স্থানীয় তৃণমূল নেতাদের টার্গেট করা হচ্ছে। গতকাল শালবনীর পিড়াকাটায় পাওয়া পোস্টারে সাতদিন পিড়াকাটা বাজার বনধের উল্লেখ ছিল। তবে সেই বনধকে ব্যর্থ করে সচল থাকলো সকাল থেকেই। মোতায়েন ছিল পুলিশ। এই পরিস্থিতির মাঝেই পুলিশ সুপার দীনেশ কুমার জানিয়েছেন, এলাকায় আতঙ্ক তৈরি জন্য কিছু জন ভুয়ো পোস্টার দিচ্ছে। মাওবাদীদের কোন সক্রিয় গতিবিধি নেই এলাকায়। তবে সেই দিকে যাই হোক, পুলিশের জনসংযোগ বৃদ্ধিতে আরও একাধিক পদক্ষেপ জেলা পুলিশের।
বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে পুলিশ সুপার দীনেশ কুমার জানিয়েছেন, বিভিন্ন থানার আইসি, ওসি-দের জানানো হয়েছে জনসংযোগ বৃদ্ধির জন্য ফ্রি কোচিং ক্যাম্প, লাইব্রেরী বা কম্পিউটার ট্রেনিং দেওয়া যায় কিনা সে বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য। সারা বছর ধরেই রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবির, খাদ্য সামগ্রী বিতরণ একাধিক কর্মসূচি নেয় জেলা পুলিশ। এর মধ্যে জনসংযোগ আরও বৃদ্ধি করতে এবং মানুষের কাছে পৌঁছাতে একাধিক কর্মসূচির কথা ঘোষণা করলেন দীনেশ কুমার।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Paschim Medinipur Police
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore