পত্রিকা প্রতিনিধি :পশ্চিম মেদিনীপুর জেলায় ফের করোণার থাবা ।কামারগেড়িয়াতে এক ব্যক্তির করোনা সংক্রমণ ঘটে ।গ্রামের মাঝ বয়স্ক (৪৮)ব্যক্তি বাড়িতে একটি ব্যবসা চালাতেন ।তার হৃদরোগের সমস্যা ছিল বলে জানা গিয়েছে ।হার্টের সমস্যার জন্য তিনি সম্প্রতি কলকাতার একটি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে চেকআপ করাতে যান ।নিয়মমতো সেখানেই তার করোনা পরীক্ষা করা হয় এবং হার্টের চেকআপ করিয়ে বাড়ি চলে আসেন ।গতরাতে (২৬ মে)তার হোয়াটসঅ্যাপ এবং ঘাটাল থানায় খবর আসে তিনি করোনা সংক্রমিত ।রাতেই তাকে পূর্ব মেদিনীপুরের মেছোগ্রাম করোনা লেভেল ৩ বড়মা সিরোনা হাসপাতালে ভর্তি করা হয় ।আক্রান্ত ব্যক্তি পরিবার নিয়ে মামার বাড়ি কামারগেড়িয়াতে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান চালান।স্ত্রী ও সন্তান ছাড়া ওই বাড়িতে থাকেন মামা ও মামি ।তাদের প্রত্যেককেই বুধবার সকালে কোভিড টেস্টের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয় ।করোনা সংক্রমনের খবর জানাজানি হতেই পুলিশ প্রশাসনের তরফ থেকে নির্দিষ্ট এলাকাটিকে বাঁশ দিয়ে ঘিরে সিল করে দেওয়া হয় এবং বসানো হয় পুলিশ পিকেট।সকাল থেকেই শুরু হয়ে যায় কনটেইনমেন্ট জোনে পুলিশের কড়া নজরদারি ।পুলিশের পক্ষ থেকে মাইকিং করে এলাকার মানুষদের জানানো হয় বিশেষ কারণবশত বাড়ি থেকে যেন কেউ না বাইরে বের হন ।
আজ ২৭ মে সকালে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কেশপুর ব্লকের পাহাড়পুর গ্রামের যুবক(১৮) একজন পরিযায়ী শ্রমিক বলে জানা গিয়েছে। জানা যায়, সে দিল্লী থেকে ফিরেছিল। গতকাল তাঁর লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছিল।আজ সকালে তাঁর করোনা রিপোর্টে পজিটিভ আসে।
0
previous post