Home » পশ্চিম মেদিনীপুরে ফের হাতির হানায় মৃত্যু এক ব্যক্তির

পশ্চিম মেদিনীপুরে ফের হাতির হানায় মৃত্যু এক ব্যক্তির

by Biplabi Sabyasachi
0 comments

Death

আরও পড়ুন ঃ সরকারী শূণ্যপদে নিয়োগের দাবিতে মিছিল পশ্চিম মেদিনীপুরের বেলদায়

আরও পড়ুন ঃ ঘাটালে Mamata Banerjee, জলে নেমে দেখলেন বন্যা পরিস্থিতি,সঙ্গে রয়েছেন দেব

পত্রিকা প্রতিনিধি: বাঁকুড়া(Bankura) সীমান্তে পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) গড়বেতার(Garhbeta) ধাদিকা বিটের (Dhadika Bit) অন্তর্গত তেতুলবাঁধ (Tentulbandh) গ্রামে হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির। এর ফলে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। মৃতের নাম মঙ্গল হাঁসদা (Mangal Hansda),বয়স-৪৫। জানা গিয়েছে, ওই এলাকায় ১২-১৫টি হাতির একটি পাল রয়েছে। সোমবার বিকেলে জঙ্গল লাগোয়া গ্রামের পাশে পৌঁছে যায় ওই হাতির পাল। স্থানীয়রা হাতির পালকে সরানোর জন্য জড়ো হয়। সেই সময় একটি হাতি হঠাৎ তাঁদের দিকে দৌড়ে এলে মঙ্গল পড়ে যায়। তাঁকে শুঁড়ে করে পেঁচিয়ে আছাড় মারে হাতিটি। স্থানীয়রা উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে (Bishnupur Super speciality Hospital)নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। ঘটনার পরে ক্ষিপ্ত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। জনতার ক্ষোভে বন দফতরের হুলা পার্টির লোকজনও হাতির পালকে ছেড়ে দিয়ে পালিয়ে যায় বলে সূত্রের খবর।

Rich results in Google SERP when searching for "Death"
নিজস্ব চিত্র

আরও পড়ুন ঃ আজকের রাশিফল – ১০ আগষ্ট ২০২১, বাঃ – ২8 শ্রাবণ ১৪২৮

এই নিয়ে কয়েক মাসের ব্যাবধানেই ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে হাতির আক্রমণে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। মাত্র কয়েকদিনের মধ্যেই হাতির আক্রমণে এতজনের মৃত্যুর কারণে বন বিভাগের ওপর মানুষের ক্ষোভ যেমন বাড়ছে, তেমনিই উদ্বেগ বাড়ছে বনবিভাগের। স্থানীয়দের দাবি, এলাকায় ঘুরে বেড়ানো হাতির সংখ্যা বেশী।ছোট ছোট দলে ভাগ হয়ে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে তারা। ফলে হাতি তাড়াতে গিয়ে চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বনবিভাগের কর্মীদের। তার পাশাপাশি মানুষেরও বাধা রয়েছে। জমিতে এখন বিভিন্ন চাষের ফসল রয়েছে। হাতি তাড়ানোর সময় তারা ফের জমির ওপর দিয়ে চলে যায়, ফলে চাষেরও ক্ষতি হচ্ছে। চাষীরা জানিয়েছেন যে হাতি ফসলের ক্ষতি করলে বন বিভাগের থেকে যে ক্ষতিপূরণ পাওয়া যায় তা তাদের তুলনায় অনেক কম।

আরও পড়ুন ঃ “কর্পোরেট ভারত ছাড়ো” স্লোগান তুলে কৃষক সংগঠনগুলির বিক্ষোভ মেদিনীপুরে

Advertisement

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Death

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.