ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : চার মাসে তৃতীয়বার মেদিনীপুর স্টেশনে সন্তান প্রসব ট্রেন যাত্রীর। রবিবার সকালে মেদিনীপুর স্টেশনের কাছাকাছি ট্রেন পৌঁছতেই প্রসব যন্ত্রণা প্রসূতির। স্টেশনে ট্রেন দাঁড়াতেই উদ্ধার করে রেলওয়ের ‘সেহেলি’ দৌড়ালো হাসপাতালের পথে। তবে এবারও স্টেশন চত্বরে বাচ্চা প্রসব হলো প্রসূতির। সদ্যোজাত পুত্র সন্তানকে নিয়ে প্রসূতিকে ভর্তি করা হলো মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মাতৃমা-তে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
অন্যান্য বারের মতো এবারও স্মার্ট টিম “সেহেলি” ধন্যবাদ কুড়ালেন। জানা গিয়েছে, বর্ধমান জেলার বারাডিহি এলাকার বাসিন্দা যুবক মজাবুল মন্ডল সোনার কারিগর। সোনার কাজের সূত্রে তিনি স্ত্রী অম্বিকা খাতুনকে নিয়ে গুজরাটে থাকতেন। স্ত্রী সন্তানসম্ভবা ও প্রসবের সময় ঘনিয়ে আসছে বুঝতে পেরে গুজরাট থেকে বর্ধমানের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ট্রেনে। ‘কবিগুরু এক্সপ্রেস’ ট্রেন ধরে গুজরাটের জেতালসার স্টেশন থেকে সাঁতরাগাছির উদ্দেশ্যে যাচ্ছিলেন।
Child Birth in Station
আরও পড়ুন : শালবনীতে নিখোঁজ গৃহবধূর দেহ উদ্ধার পুকুর থেকে, তদন্তে পুলিশ
রবিবার সকালে মেদিনীপুর স্টেশন সংলগ্ন কাছাকাছি পৌঁছানোর সময় ওই মহিলার প্রসব যন্ত্রণা শুরু হয়। পরিস্থিতি বেগতিক মনে হওয়ায় মেদিনীপুর স্টেশনে স্ত্রীকে নিয়ে নেমে পড়ার সিদ্ধান্ত নেন মুজাবুল। স্টেশনে এক নম্বর প্লাটফর্মে নামতেই কর্মরত আরপিএফ কর্মীরা বুঝতে পেরে তৎপর হয়ে যান। দায়িত্বে থাকা আরপিএফ ও জি আর পি ‘সেহেলি’ টিমের কর্মরত মহিলাদের নিয়ে হাসপাতাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। অ্যাম্বুলেন্স আসতে দেরি হচ্ছে দেখে একটি ব্যক্তিগত গাড়িতে তোলা মাত্রই গাড়িতেই ওই মহিলার পুত্র সন্তান জন্ম নেয়।
আরও পড়ুন : মেদিনীপুর সদরে ‘গ্রুপ বাজি’তে অস্বস্তিতে শাসকদল, তৃণমূলে স্থান না থাকার হুঁশিয়ারি বিধায়কের
আরও পড়ুন : শূন্যপদে নিয়োগ ও মহার্ঘ ভাতা প্রদানের দাবিতে মেদিনীপুরে বিক্ষোভ সংগ্রামী যৌথ মঞ্চের
তড়িঘড়ি মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিভাগে ভর্তি করে। রেলওয়ে জিআরপি সিভিক অভিজিৎ রাউত বলেন, “স্টেশনে নামার পরে আমরা বিষয়টা বুঝতে পারি। দ্রুত তৎপর হয়ে সকলে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। শিশু ও তার মা দুজনেই ভালো রয়েছে।” উল্লেখ্য গত তিন মাস আগে মেদিনীপুর স্টেশনে এক ভবঘুরে মহিলা স্টেশনের সিঁড়িতেই সন্তান প্রসব করেছিলেন। একমাস আগেও মেদিনীপুর স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনের কামরাতেই সন্তান প্রসব করেন প্রসূতি। সেক্ষেত্রেও উদ্ধার করে অনুরূপভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Child Birth in Station
– Biplabi Sabyasachi Largest Bengali