পত্রিকা প্রতিনিধি :সপ্তাহে দুদিন লক ডাউনের পরে রবিবার ফের বাজার খোলা। ঝাড়গ্রাম সব্জী মার্কেট ও মাছপট্টি তে পা ফেলার জায়গা নেই। গতকাল লোকডাউন সার্থক হলেও আজ সচেতনতার অভাব চোখে পড়লো। তবে কিছু মানুষ অভিযোগ আজ নিছকি দশর্কের ভুমিকায় পুলিশ। পুলিশ আজ দারিয়ে দারিয়ে দশর্কের ভুমিকা পালন করছে। অথচ গতকাল পুলিশের ভূমিকা ছিলো চোখে পরার মতো।
সারা বাজার এ গিয়ে দেখাগেলো মানুষ মাস্ক না পরেই দেদার ঘোরাফেরা করছে। প্রতিটি দোকান এ পা ফেলার জায়গা নেই, সরকারি নির্দেশ মানার কোনো বালাই নেই, আর যারা একটু সচেতন তারা এই অবস্থা দেখে বাজার বেরোতেই ভয় পাচ্ছেন। শুধুই লকডাউনের দিন কড়াকড়ি না করে বাকি দিন গুলোও সরকারি নিয়ম পালনে দৃষ্টি আকর্ষন করুক প্রশাসন। অনুরোধ একাংশের সাধারন মানুষের। যা নিয়ে বুদ্ধিজীবীরা প্রশ্ন তুলছেন মানুষ কবে সচেতন হবে ??
0
previous post