No more Kolkata, this time a super specialty block will be built in Midnapore Medical College
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিষেবা আরও উন্নত করে নতুন বিভাগ নিয়ে চালু হতে চলেছে। গত জুন মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওড়িষ্যার ট্রেন দুর্ঘটনার সময়ে মেদিনীপুর হাসপাতালে উপস্থিত হয়ে ১০০ বেডের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট তৈরি করে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন৷ সেই মতো শুরু হয়ে গিয়েছে কাজ। এবার হাসপাতালে সুপার স্পেশালিটি ব্লক তৈরি করতে মঙ্গলবার দুপুরে ৪১ ডেসিমেল জমি হস্তান্তরিত করলো ভূমি ও রাজস্ব দফতর।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
সুপার স্পেশালিটি ব্লক তৈরি হয়ে গেলে যে সমস্ত রোগের জন্য রোগীদের কলকাতা যেতে হতো, এবার সব বিভাগই এখানে করা হবে। জেলা গ্রন্থাগারের পাশে থাকা জমি পেয়েই সঙ্গে সঙ্গে পরিদর্শন করলেন মেডিক্যাল কলেজ ও ভূমি দফতরের আধিকারিকরা। পাশাপাশি মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো ১০০ বেডের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটও তৈরি শুরু হয়ে গিয়েছে এই হাসপাতালেই৷ মেদিনীপুর মেডিক্যালের কলেজের অধ্যক্ষা মৌসুমী নন্দী বলেন, “এই হাসপাতালের বাকি থাকা বিভাগগুলির জন্য তৈরি হবে সুপার স্পেশালিটি ব্লক।
Midnapore Medical College
যেগুলির জন্য রোগীদের কলকাতা যেতে হতো। এবার সববিভাগই এখানে হবে শীঘ্রই।” উল্লেখ্য, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রতিদিনই পশ্চিম মেদিনীপুর ছাড়াও পাশাপাশি জেলাগুলি থেকে কয়েক হাজার রোগী চিকিৎসার জন্য আসেন। ব্যাপক সংখ্যক রোগী সামাল দিলেও হাসপাতালটিতে বেশকিছু জরুরি পরিষেবা ছিল না। বহু ক্রিটিক্যাল রোগীকে কলকাতা রেফার করতে হতো। সেখানে ভর্তি হতে না পেরে রোগীদের কলকাতায় গিয়েও হয়রান হতে হতো। এবার সেই সমস্যা মিটবে বলেই দাবি মেদিনীপুর মেডিক্যালের কর্তাদের।
আরও পড়ুন : বিদ্যুতে ফিক্সড ও মিনিমাম চার্জ বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ বিদ্যুৎ গ্রাহক সমিতির
আরও পড়ুন : আদালতের নির্দেশে অরবিন্দনগর টিভি টাওয়ার মাঠের রাস্তা বন্ধ করতে এসে বিক্ষোভে পড়লো প্রশাসন
এদিন দুপুর মেদিনীপুর মেডিক্যালের বোর্ড রুমে একটি বিশেষ বৈঠক হয়। যেখানে জেলা প্রশাসনের আধিকারিকরা ছাড়াও ছিলেন মেদিনীপুর মেডিক্যাল বোর্ডের কর্তারা। কেরানীতলা মৌজার ৪১ ডেসিমেল জমি হস্তান্তরিত করা হয়েছে ভূমি রাজস্ব দফতরের পক্ষ থেকে মেদিনীপুর মেডিক্যালকে। অধ্যক্ষা মৌসুমি নন্দী বলেন, “মেদিনীপুর মেডিক্যালে নতুন সুপার স্পেশালিটি ব্লক তৈরী করা হবে। সেখানে থাকবে নিউরো মেডিসিন, নিউরো সার্জারি, এন্ডোক্রিনোলজি, গ্যাসট্রো, এন্ট্রোলজি, ইউরোলজি, নেফ্রোলজি বিভাগ। ইতিমধ্যেই মেদিনীপুরে মেডিসিন সার্জারি, গায়নোকোলজি, পেডিয়াট্রিক্স শুরু হয়ে গিয়েছে।”
আরও পড়ুন : জল নেই, শুকনো জমিতেই পুঁতে দেওয়া হচ্ছে ধানের চারা, মাথায় হাত কৃষকদের
আরও পড়ুন : মেদিনীপুর মেডিক্যাল কলেজে সিনিয়রদের দ্বারা দুর্ব্যবহারের অভিযোগ দিল্লিতে, বৈঠকে অ্যান্টি র্যাগিং কমিটি
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Midnapore Medical College
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper