পত্রিকা প্রতিনিধি : বিভিন্ন হাসপাতালের ঘুরে ঘুরে কোথাও ভর্তি না নেওয়ায় বিনা চিকিৎসায় এক তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যুর অভিযোগ উঠল ।শালবনী থানা পিড়াকাটা লাগোয়া গ্রামের বাসিন্দা ওই গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র রাহুল মাহাতো (৮)গত সোমবার বাড়ির সামনে সাইকেল চালাতে চালাতে অসাবধানবশত তার চোখের কোণে সাইকেলের ব্রেকের রড ঢুকে যায় ।তাকে সঙ্গে সঙ্গে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় ।ওই হাসপাতাল রাহুলকে রেফার করে কলকাতার পিজি হাসপাতালে ।পিজিতে ভর্তি না নেওয়ায় তাকে নিয়ে যাওয়া হয় এনআরএস হাসপাতালে ।সেখানেও তাকে ভর্তি না নেওয়ায় বাড়ির লোক চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে গেলেও তার ভর্তি নেওয়া হয়নি ।মঙ্গলবার সারাদিন হাসপাতালের পর হাসপাতাল ঘুরে ঘুরে কোন হাসপাতাল ভর্তি না করতে পেরে তাকে এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেন পরিবারের লোকজন ।কিন্তু অসহায় দিন আনা দিন খাওয়া পরিবারের পক্ষে লক্ষ লক্ষ টাকা খরচ করে নার্সিংহোমে চিকিৎসার খরচ বহন করার মতো ক্ষমতা ছিলনা ।একদিনে প্রায় এক লক্ষ টাকা খরচ হয়ে যাওয়ায় সেখান থেকে অসুস্থ ছেলেকে ফের ফিরিয়ে আনা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ।বৃহস্পতিবার ওই হাসপাতালে কিছুক্ষণ ভর্তি থাকার পর ওই তৃতীয় শ্রেণীর ছাত্রের মৃত্যু হয় ।রাহুলের পরিবারের অভিযোগ কোন হাসপাতাল ভর্তি না নেওয়ায় বিনা চিকিৎসায় তাদের এক রতি শিশুটির মৃত্যু হল ।স্বাস্থ্য সাথী কার্ড থাকা সত্ত্বেও পরিষেবা পাওয়া যায়নি বলে অভিযোগ পরিবারের।ওই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে আসে ।ওই হাসপাতলে ময়নাতদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে ।রাহুলের মৃত্যুর ঘটনায় ফের রাজ্যের সুষ্ঠু চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠল ।
2
previous post