পত্রিকা প্রতিনিধি : আজ সাপ্তাহিক লকডাউন এর তৃতীয় দিন। এই লকডাউন দিনেই নয়াগ্ৰাম ব্লকের কলমাপুকুরিয়া, গ্রামের ডাহিসাই এলাকায় উদ্ধার হল একটি অপরিচিত ব্যক্তির মৃতদেহ। স্থানীয় সুত্রে জানা গেছে লকডাউন এর মধ্যে কৃষিকাজে ছাড় থাকায় এদিন সকালে ডাহিসাই গ্রামের কিছু লোক চাষের কাজে মাঠে যাচ্ছিলেন।আর যাওয়ার সময় একটি পরিত্যাক্ত জায়গায় দেখতে পান বছর ৪০ এর পুরুষ ব্যক্তির মৃতদেহ।পরে গ্রামের মানুষ খবর দেন নয়াগ্ৰাম থানায়।নয়াগ্ৰাম থানার পুলিশ ইতিমধ্যে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। সঙ্গে মৃতদেহ নিয়ে এলাকায় একটি রহস্যের দান বেঁধেছে। কিন্তু নয়াগ্ৰাম থানার পুলিশ প্রশাসন মৃত ব্যক্তির পরিচয় যেমন জানার চেষ্টা করছে। এবং মৃত্যুর কারণ জানার জন্য তদন্ত শুরু করেছে নয়াগ্ৰাম থানার পুলিশ।
0
previous post