ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : তিনদিন ধরে জাতীয় স্তরের কর্মশালা হলো মেদিনীপুর শহর সংলগ্ন ‘মেদিনীপুর সিটি কলেজে’। এতে অংশ নিয়েছেন গবেষক ও বিভিন্ন কলেজের পাঁচ শতাধিক বিজ্ঞান বিভাগের পড়ুয়ারা। কলেজের প্যারামেডিক্যাল এবং এলায়েড হেলথ সায়েন্স বিভাগের উদ্যোগে এই কর্মশালা ৪ ফেব্রুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি চলে। সহযোগিতা করেছে ভারত সরকারের সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ সোর্স এবং বায়োটেকনোলজি বিভাগ।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

হয় ওরাল প্রেজেন্টেশন এবং পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা হয়। এই দুটি বিভাগেই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হয়েছে। বাঁকুড়া সম্মিলনী কলেজ, ক্রিস্টান কলেজ, বাজকুল মিলনী কলেজ, রাজা নরেন্দ্রলাল খান মহিলা কলেজ, মেদিনীপুর কলেজ থেকেও গবেষকরাও জাতীয় স্তরের এই আলোচনা চক্রে অংশগ্রহণ করেন। আয়োজকদের পক্ষে শ্রাবণী প্রধান ও শুচিস্মিতা রায় বলেন, “আমরা আমাদের কলেজ থেকে প্রতিবছরই এই ধরনের কর্মশালা শিবিরের আয়োজন করে থাকি।
Midnapore City College


আরও পড়ুন : অষ্টম প্রহর অনুষ্ঠানের বাজার করতে বেরিয়ে মেদিনীপুর শহরে মালগাড়ি ধাক্কায় মৃত্যু হল যুবকের
বিভিন্ন কলেজ থেকে বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীরা তাদের প্রতিভার বিকাশ ঘটাতে পারে। এছাড়াও গবেষণায় আরও নতুন দিক উঠে আসে।” পাশাপাশি কলেজের সপ্তম প্রতিষ্ঠা দিবস পালিত হল সোমবার। ২০১৭ সালে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের ভাদুতলাতে এই কলেজের পথ চলা শুরু হয়। বর্তমানে প্রায় ১৮ টি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর পৃথক পৃথকভাবে পাঠদান হয়। কলা এবং বিজ্ঞান ছাড়াও স্বাস্থ্য ও বাণিজ্যিক স্তরে বেশকিছু বিভাগে পৃথক কোর্স হয়।
ইতিমধ্যে ভারত সরকারের বেশ কিছু গবেষণামূলক প্রকল্প অনুমোদন পেয়ে কলেজ কর্তৃপক্ষ সহ অধ্যাপক- অধ্যাপিকা, গবেষক- গবেষিকা, ছাত্র-ছাত্রী সকলেই খুশি। তিন বছর ধরে স্নাতকোত্তর স্তরের ১২ টি বিভাগে প্রথম স্থান অর্জনকারী ৪০ জনকে পুরস্কৃত করা হয় প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে। মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কুন্তল ঘোষ বলেন, “তিল তিল করে বড়ো হয়ে আজ এই কলেজ মেদিনীপুর শহরের উপকণ্ঠে একটি মহীরুহে পরিণত হয়েছে। ছাত্র-ছাত্রীদের সার্বিক বিকাশ সাধন এবং পড়াশোনার উন্নত মান ফেরানোই আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য।”
আরও পড়ুন : মেদিনীপুর শহরে দোতলা বাড়িতে ভয়াবহ আগুন, সামাল দিতে হিমশিম দমকল
আরও পড়ুন : ক্ষীরপাইয়ের বস্তিতে ভয়াবহ আগুণ! রাতের অন্ধকার ভেদ করে আকাশে উঠল লেলিহান শিখা
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Midnapore City College
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper