Home » Narendra Modi : শুভেন্দু-দিলীপের ভূয়সী প্রশংসা করলেন নরেন্দ্র মোদী, দুর্নীতি ইস্যুতে বিঁধলেন তৃণমূলকে

Narendra Modi : শুভেন্দু-দিলীপের ভূয়সী প্রশংসা করলেন নরেন্দ্র মোদী, দুর্নীতি ইস্যুতে বিঁধলেন তৃণমূলকে

by Biplabi Sabyasachi
0 comments

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মেদিনীপুর ও ঘাটাল লোকসভা কেন্দ্রের দুই বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল ও হিরন্ময় চট্টোপাধ্যায়ের সমর্থনে দুপুরে সমাবেশ করতে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খড়গপুর শহরে। সমাবেশে বিজেপির রাজ্য সভাপতি সহ প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও প্রার্থীরা সকলেই উপস্থিত থাকলেও ছিলেন না শুভেন্দু অধিকারী। রবিবার দিলীপের পুরনো গড়ে এসে তাঁর প্রশংসা করলেন মোদী। সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর লড়াইয়ের কথাও বললেন।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

Narendra Modi
নিজস্ব চিত্র

অনেকে বলছেন, জেতা আসনে দিলীপকে প্রার্থী না করায় তার অনুগামীদের মধ্যে ক্ষোভ রয়েছে। সেই ক্ষোভ দূর করে দিলীপ ও শুভেন্দুর যৌথ প্রচেষ্টাতেই যাতে মেদিনীপুরের লড়াই হয়, সেই লক্ষ্যে সমন্বয়ের বার্তা দিয়ে গেলেন মোদী। এদিন শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ প্রসঙ্গে তিনি বলেন, “মেদিনীপুর শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের কর্মভূমি। দিলীপ ঘোষকে রাজনীতির আগে থেকেই জানি। পরিশ্রম করা ওঁর স্বভাবে রয়েছে। ও নিশ্চিন্তে বসতে পারেনা। দলের নেতা হিসেবে দিনরাত এক করে দিয়েছিল। শুভেন্দু অধিকারীও তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে চলেছে।” অনুপ্রবেশকারী সহ তৃণমূলের বিভিন্ন দুর্নীতি ইস্যুতেও এদিন সরব হয়েছেন নরেন্দ্র মোদী।

Narendra Modi

তিনি বলেন, “তৃণমূলের আতঙ্ক ও দুর্নীতিকে পড়ে যেতে বেশি সময় লাগবে না। আমরা জানি তৃণমূল লোকতন্ত্রের লড়াইয়ে পুরোপুরি হেরে গেছে। সেজন্যেই গুন্ডার আশ্রয়ে জয় লাভ করার চেষ্টা করছে। তৃণমূলের সিন্ডিকেট আর তোলাবাজির ক্ষমতা কতটুকু। নিজেদের ভোট ব্যাঙ্ককে খুশি করার জন্য বারবার হিন্দু সমাজকে অপমানিত করছে। সম্প্রতি মুখ্যমন্ত্রীর দেওয়া মন্তব্যের কারণে সারা দেশ নয় পৃথিবীর বিভিন্ন মানবতা প্রেমি সমাজ রেগে রয়েছে।” তৃণমূলের বিরোধিতা সত্ত্বেও সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) চালু হবে বলে খড়্গপুরের সভা থেকে জানালেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, “অনুপ্রবেশকারীরা বাংলার জন্য সবথেকে বেশি বিপদজনক। এখানকার জনসংখ্যার ভারসাম্য নষ্ট করছে অনুপ্রবেশকারীরা।

আরও পড়ুন : মাধ্যমিকে এবারেও সেরা দশে পূর্বের ৭ পড়ুয়া, পড়ুন বিস্তারিত

আরও পড়ুন : “আত্মবিশ্বাসই সাফল্যের চাবিকাঠি”! ঝাড়গ্রামে মাধ্যমিকে প্রথম অন্বেষার লক্ষ্য ইঞ্জিনিয়ারিং

বেশ কিছু জায়গায় হিন্দু কমে গেছে, দলিত আদিবাসীদের জমিতে দখলদারী শুরু করেছে অনুপ্রবেশকারীরা। কিন্তু ক্ষমতার মোহে তৃণমূল সরকার চোখ বন্ধ করে পড়ে রয়েছে। সিএএ চালু হবেই। সিএএ নাগরিকত্ব দেওয়ার আইন। তৃণমূল দিনরাত মিথ্যা বলছে যে, সিএএ ফর্ম পূরণ করতে পারলে নাগরিকত্ব চলে যাবে। কিন্তু ওদের মিথ্যার পর্দা ফাঁস হয়ে গিয়েছে। সরকার প্রায় ৩০০ জনকে নাগরিকত্ব দিয়েছে। তৃণমূল কান খুলে শুনে রাখো, সিএএ মোদীর গ্যারান্টি।” রেশন ও আবাস যোজনা প্রসঙ্গে নরেন্দ্র মোদী বলেন, “গরিবদের জন্য রেশন পাঠানো হয়। কিন্তু সেই রেশন তৃণমূল খেয়ে নেয়। মোদি সবার পাকা বাড়ি তৈরি করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। কিন্তু তৃণমূল তাতেও ভ্রষ্টাচার করছে। আবাস যোজনার জন্য শুধুমাত্র তৃণমূলের লোকেদের নাম পাঠানো হচ্ছে।”

আরও পড়ুন : জেলায় মেয়েদের মধ্যে প্রথম মেদিনীপুর মিশন গার্লসের তনুকা

আরও পড়ুন : মাধ্যমিকে জেলায় প্রথম মেদিনীপুর কলেজিয়েট স্কুলের কৌস্তভ , প্রাপ্ত নম্বর ৬৮৮

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Narendra Modi

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.