Nandigram news
আরও পড়ুন ঃ-পটাশপুরে আগ্নেয়াস্ত্র -সহ বিজেপি কর্মী গ্রেফতার
পত্রিকা প্রতিনিধিঃ একুশে বিধানসভা নির্বাচনে পুনর্গণনার দাবি নিয়ে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে হলদিয়া গণনা কেন্দ্রের সামনে অবস্থান-বিক্ষোভ চলেছিল। বৃহস্পতিবার পঞ্চম দিন প্রশাসনের সাথে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আজগর আলীকে আশ্বাস দেন একটি নির্দিষ্ট জায়গায় থাকবে সেই সুবাদেই গণনা কেন্দ্র থেকে কঠিন নিরাপত্তা নিয়ে ভিপি প্যাডে সরানো হয়।
প্রসঙ্গত, নন্দীগ্রাম বিধানসভার হলদিয়া গণনা কেন্দ্রে আটকে থাকা ভিভিপাট মেশিন, ইভিএম এবং নির্বাচনী জিনিসপত্র বিশাল পুলিশি নিরাপত্তায় বের করা হলো। গত ২ মে রবিবার ভোট গণনা হবার পর বিশৃঙ্খলা দেখা দেওয়ায় সমস্ত মালপত্র আটকে পড়েছিল গভমেন্ট হাই স্কুল। আজ নূতন জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি তৎপরতায় নির্বাচনী গুরুত্বপূর্ণনথি গুলি স্কুল থেকে বের করে হলদিয়া একটি ওয়ার হাউসে রাখা হয়। ভোট গণনায় কারচুপি ও পুনর্গণনার দাবিতে হলদিয়া মঞ্জুশ্রী মড়ে ৫ দিন ধরে ধরনায় তৃণমূল কর্মী সমর্থকরা।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Nandigram news
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore