বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : অবৈধ সম্পর্কের জেরে গলায় ফাঁস দিয়ে স্বামীকে খুন করলো স্ত্রী ও তার প্রেমিক। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর এলাকায়। জানা গিয়েছে, রবিবার সকালে টাঙাগেড়িয়া এলাকার কৃষি জমি থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে আনন্দপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম লালু বাগ (৩৮)। বাড়ি কেশপুর ব্লকের নতুনবাজার এলাকায়। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তি লালু এবং তার স্ত্রী রিঙ্কু বাগ (৩৭) দুজনেই শনিবার বিকেলে কেশপুর গিয়েছিলেন রথের মেলাতে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

আরও পড়ুন :১০০ বিঘা বনদপ্তরের জমি বেদখল, গাছ লাগাতে বাধা বনকর্মীদের
রাতের বেলা স্ত্রী বাড়ি ফিরে এলেও স্বামী ফিরে আসেননি। সকালবেলা স্থানীয় টাঙাগেড়িয়া এলাকার কৃষি জমি থেকে লালুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। খবর যায় পরিবারেও। মৃতের ভাই উদয় বাগ দাদার গলায় এবং শরীরে একাধিক চিহ্ন দেখে খুনের অভিযোগ দায়ের করেন আনন্দপুর থানায়। সেই ঘটনায় তদন্তে নেমে স্ত্রী রিঙ্কু ও তার প্রেমিক আশীষ চিংড়িকে (৩২) গ্রেফতার করে পুলিশ। ধৃতদের রবিবার মেদিনীপুর আদালতে তোলা হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
আরও পড়ুন : পথ কুকুরকে পিটিয়ে মারার ঘটনায় যুবকের নামে এফআইআর

জানা গিয়েছে, গত দু’বছর ধরে ওই এলাকার যুবক আশীষের সঙ্গে মৃতের স্ত্রীর অবৈধ সম্পর্ক ছিল। সেই সম্পর্কে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন স্বামী। ফলে আগে থেকে পরিকল্পনা করে রথ থেকে বাড়ি ফেরার পথে নির্জন এলাকায় স্ত্রী ও তার প্রেমিক মিলে গলায় গামছার ফাঁস লাগিয়ে মেরে ফেলে। সেকেন্ড জেএম কোর্টের পাবলিক প্রসিকিউটর পৌলমী কলা বেরা বলেন, “স্বামীকে খুনের অভিযোগে স্ত্রী এবং তার প্রেমিককে গ্রেফতার করেছে আনন্দপুর থানার পুলিশ। তাদের চারদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।”
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Murder case
Biplabi Sabyasachi Largest Bengali Newspape