102
পত্রিকা প্রতিনিধিঃ শহরের ১৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। পুরসভার জলের কলে সময়মতও জল আসছে না, যদিও জল আসছে তাতে জলে বেগ অত্যন্ত ধীরে পড়ছে। একটি কলে জল নিতে ভিড় জমে যায়। প্রতিদিন সকাল ও বিকেলে জল কলের সামনে জলের পাত্র সহ স্থানীয়দের ভিড় রোজকার ঘটনা। ক্ষোভ উগরে দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ঐ ওয়ার্দে তেলিপাড়ায় এই জলের সমস্যাটা সব থেকে বেশি। স্থানীয় বাসিন্দারা পুরসভায় একাধিকবার অভিযোগ জানানোর পর রবিবার ওই এলাকায় জলের পাইপ তুলে সংস্কারের কাজ শুরু করেছে।