Home » করোনার তৃতীয় ঢেউ আসার আগেই কি পৌরসভা নির্বাচন! তৃণমূলের প্রস্তুতি বৈঠক নিয়ে জল্পনা

করোনার তৃতীয় ঢেউ আসার আগেই কি পৌরসভা নির্বাচন! তৃণমূলের প্রস্তুতি বৈঠক নিয়ে জল্পনা

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধিঃ বিধানসভা ভোটে জয়ের পরই পৌরসভা নির্বাচন নিয়ে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে তৃণমূলে। এ নিয়ে বৈঠকও হয়েছে বিধায়ক সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্বদের। লক্ষ্য পশ্চিম মেদিনীপুর (Paschim medinipur) জেলার অন্তর্গত সাতটি পৌরসভায় জয়লাভ। জেলাতে মেদিনীপুর (Midnapore) , খড়গপুর (Kharagpur), রামজীবনপুর (Ramjibanpur), খড়ার (Kharar), ঘাটাল (Ghatal), ক্ষীরপাই (khirpai) , চন্দ্রকোনা (chandrakona) মিলিয়ে মোট সাতটি পুরসভার নির্বাচন হতে পারে যে কোনো সময়। করোনার তৃতীয় ঢেউ আসার আগেই কি জেলায় পৌরসভা নির্বাচন হবে? তৃণমূলের প্রস্তুতি বৈঠক নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

আরো পড়ুন- ২৪ জুন স্নানযাত্রা, এবছরও মেদিনীপুর শহরে বন্ধ থাকছে রথযাত্রার উৎসব

ফাইল চিত্র

তৃণমূলের এক নেতা বলেন, যখনই নির্বাচন হোক আমরা আমাদের প্রস্তুতি সেরে রাখছি। অন্যদিকে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় মহকুমা শাসক দিয়ে প্রশাসনের কাজ চলছে পৌরসভাগুলিতে। পুর পরিষেবা নিয়ে অভিযোগ রয়েছে বিরোধীদের। মেয়াদ পেরোলেও ভোট না করা নিয়ে শাসক দলকে আক্রমণ করতে ছাড়েনি বিজেপি, সিপিএম, কংগ্রেস। এর আগে পৌর নির্বাচনের দাবিতে বিক্ষোভও দেখিয়েছে। তৃণমূল হেরে যাওয়ার ভয়ে পৌর ভোট করে নি বলেও অভিযোগ ছিল।

আরো পড়ুন- অক্টোবরের মধ্যেই উন্নয়নের ৫ কোটি ৮০ লক্ষ টাকার কাজ শেষ করার লক্ষ্য শালবনী পঞ্চায়েত সমিতির

একুশের বিধানসভা ভোটে জয়ের পর এবার পৌর ভোটে জয়ের স্বপ্ন দেখছে তৃণমূল। তা নিয়ে ইতিমধ্যে বৈঠক সেরে ফেলেছে পশ্চিম মেদিনীপুরের জেলা নেতৃত্বরা। তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি (Ajit Maity) মানছেন বৈঠকের কথা। তিনি বলেন, “জেলার সাতটি পৌরসভার (Municipality) নির্বাচন নিয়ে বৈঠক হয়েছে। আমরা সাতটি পৌরসভাতেই জিতব।” সাতটি পৌরসভার ওয়ার্ড ভিত্তিক কমিটিও গঠন করা হচ্ছে। জোর দিচ্ছে কর্মী বৈঠকে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই প্রচারে নেমে পড়বে শাসক দল।

আরো পড়ুন- পশ্চিম মেদিনীপুরে যশ ক্ষতিপূরণের মোট আবেদন জমা পড়ল ২৭ হাজার ৫০০ টি, তদন্তে গুরুত্ব প্রশাসনের

Advertisement
Advertisement

রাজ্যে ক্ষমতায় এলেও পৌরসভাগুলির বিভিন্ন ওয়ার্ডে বিধানসভা নির্বাচনের ফলাফলে এখনও পিছিয়ে রয়েছে তৃণমূল। সেইসব ওয়ার্ডগুলিকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে বলে তৃণমূল (TMC) সূত্রে খবর। আবার বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে অনেকে বিজেপিতেও (BJP) যোগ দিয়েছে। সবমিলিয়ে বিভিন্ন ওয়ার্ডে পদের রদবদলও হতে পারে। তবে নির্বাচনী প্রচারে বিজেপির বিভিন্ন নীতিকেই হাতিয়ার করতে চাইছে তৃণমূল। পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি, কৃষি আইন, রেল-বীমা-কয়লা খনি বেসরকারীকরণ সহ একাধিক ইস্যুকেই সামনে রাখতে পারে। অজিত (AJit Maity) বাবু বলেন, “পরিস্থিতি অনেক পাল্টেছে। একের পর এক রাজ্যে বিজেপির ভরাডুবি হয়েছে। নেতা ছাড়া বিজেপিতে আর কোনো কর্মী থাকবে না। কেন্দ্রীয় সরকারের (Central Government) জনবিরোধী নীতির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে। আমরা নিশ্চিত সাতটি পুরসভাতেই আমরা জয়লাভ করব।”

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.