ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : জাতীয় সড়কে কংসাবতী নদীর উপরে থাকা দক্ষিণবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ সেতু হল পশ্চিম মেদিনীপুরের বীরেন্দ্র শাসমল সেতু। কয়েক বছর ধরেই সেতুর অবস্থা বিপদজনক আঁচ করে শুরু হয়েছিল সংস্কার। তাতেও পরিস্থিতি খারাপ দেখে বন্ধ করে দেওয়া হয় ওই সেতুর উপর দিয়ে ৮ টনের বেশি ভারি গাড়ি চলাচল।
তারপর থেকে কাজ চলছিল সংস্কারের। পাশে নতুন করে আরেকটি সেতু নির্মাণের পরিকল্পনাও রয়েছে। তার আগে ওই সেতুটি সংস্কারের জন্য এক বছর সময় লাগবে বলে জানিয়েছিল জাতীয় সড়ক কর্তৃপক্ষ। সংস্কারের জন্য এবার সম্পূর্ণভাবে সমস্ত গাড়ি এমনকি পথচারীদেরও যাতায়াত নিষিদ্ধ করল।
জেলা প্রশাসন একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে মোহনপুর সেতু মেরামতের কাজ করবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। জরুরী ভিত্তিতে সেই কাজ হবে। তার জন্য 17.08.2023 রাত 11 টা থেকে 21.08.2023 তারিখ রাত 11 টা পর্যন্ত সম্পূর্ণ ভাবে চলাচল বন্ধ থাকবে। যানবাহনের পাশাপাশি পথচারীরাও চলাচল করতে পারবে না। মেদিনীপুর -খড়্গপুরের যোগাযোগে কিছুটা বিঘ্ন ঘটবে। তবে বিকল্প পথগুলি ব্যবহারের নির্দেশও উল্লেখ করেছে প্রশাসন।