Mobile snatch with lakhs of rupees in Daspur, arrested 1
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : দাসপুরে জোর করে এক ব্যাক্তির কাছ থেকে লক্ষাধিক টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় ছড়াল চাঞ্চল্য। গ্রামবাসীদের হাতে ধৃত এক ছিনতাইকারী ,পলাতক অপরজন। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার শ্রীধরপুর কলাপাড়া এলাকায়।
আরও পড়ুন :- টাকার বিনিময়ে শিক্ষক বদলি! হাইকোর্টের নির্দেশে ঘাটালের হাইস্কুলে CID-র দল
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা নাগাদ বীরভূমের এক বাসিন্দা দিলবর শেখ পেশাই রাজমিস্ত্রি, তিনি এলাকার বিভিন্ন ব্যাক্তির কাছ থেকে তার পাওনা টাকা নিয়ে দাসপুরের চকসুলতানপুরের দিকে যাচ্ছিলেন। আর তখনি দুজন ছিনতাইকারী ওই রাজমিস্ত্রিকে ধরে তার কাছ থেকে লক্ষাধিক টাকা এবং তার মোবাইল ফোনটি কাড়িয়ে নেই। সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করে ওই রাজমিস্ত্রি। রাজমিস্ত্রির চিৎকারে ছুটে আসে এলাকার মানুষেরা।
আরও পড়ুন :- কালবৈশাখীর দাপট ঘাটাল-দাসপুরে! ভাঙল ঈদের গেট সহ গাছ ও বিদ্যুতের খুঁটি
আরও পড়ুন :- খড়্গপুরে মোবাইল ছিনতাই কান্ডে অপর অভিযু্ক্তকে গ্রেফতার করল পুলিশ
স্থানীয়রা একজন ছিনতাইকারীকে হাতেনাতে ধরে ফেলেন। জানা গিয়েছে, ওই অভিযুক্তের নাম শ্রীকান্ত ঘোড়ই, বাড়ি দাসপুরের জোত গোবর্ধনে। অন্যদিকে তার সঙ্গে থাকা আরেকজন ছিনতাইবাজ টাকা ও মোবাইল নিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয়। ধৃত গ্রামবাসীদের কাছে ছিনতাইয়ের ঘটনার কথা স্বীকারও করে নিয়েছে বলে স্থানীয় সূত্রের খবর। খবর দেওয়া হয় দাসপুর থানায়। ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ। পুলিশ এসে অভিযু্ক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Mobile Snatch
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore