Minister Soumen summons biometric attendance and 5 years work at Tamluk District Hospital
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: বর্তমান সরকার রাজ্যে স্বাস্থ্য পরিষেবা সুন্দরভাবে গড়ে তুলতে একাধিক জেলায় মেডিক্যাল কলেজ গড়ে তুলছেন। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলায় তমলুকে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ গড়ে উঠেছে। বর্তমান শিক্ষা বর্ষ থেকে চালু করার চিন্তাভান করা হলেও বিশেষ কিছু কারনে তা সম্ভব হয়নি। স্বাস্থ্য মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দ্রুত তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ চালু হবে বলে জানান রাজ্যের মন্ত্রী তথা তমলুক স্বাস্থ্য জেলার রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সৌমেন কুমার মহাপাত্র।
আরও পড়ুন: রাস্তায় শেড তৈরীর সময় উচ্চ ক্ষমতার বিদ্যুতের তারের সংস্পর্শে যুবকের মৃত্যু পশ্চিম মেদিনীপুরে
আরও পড়ুন:- তাজা বোমা নিয়ে চাঞ্চল্য পূর্ব মেদিনীপুরে ময়নার বাকচা এলাকায়
দীর্ঘদিন কয়েক বছর পর শুক্রবার তমলুক জেলা হাসপাতালে রুগী কল্যাণ সমিতির বৈঠক হয়। সেই বৈঠকে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক পূর্ণেন্দু মাজী, তমলুক পুরসভার মুখ্য প্রশাসক দীপেন্দ্র নারায়ন রায়, সিএমওএই বিভাস রায় সহ অন্যান্যরা। রুগী কল্যাণ সমিতির পক্ষ থেকে একাধিক উন্নয়ন মূলক কাজে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে মধ্যদিয়ে এমনটাই জানিয়েছেন মন্ত্রী সৌমেন মহাপাত্র।
Tamluk Hospital
আরও পড়ুন:- করোনার দ্বিতীয় ডোজে অনীহা ৩৫ শতাংশের, পশ্চিম মেদিনীপুর জেলায় মোট সক্রিয় রোগীর সংখ্যা ২২১৮
আরও পড়ুন:- পূর্ব মেদিনীপুরে শুভেন্দুর বাড়ি শান্তিকুঞ্জের মাথায় উড়ছে ড্রোন , ক্ষুব্ধ সাংসদ দিব্যেন্দু
উল্লেখ্য, এই মুহূর্তে হাসপাতালের মর্গে ৯০টি দাবিদারহীন দেহ পড়ে রয়েছে। এনিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। রোগীর পরিবারের সদস্যদের রাত্রিকালীন থাকার জায়গার অভাব রয়েছে সেদিকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয় । হাসপাতালের যত্রতত্র সাইকেল, মোটর সাইকেল পার্কিং করা হয়। নির্দিষ্ট পার্কিং জোন থাকা সত্ত্বেও কেন এমনটা হচ্ছে, তা নিয়ে পুলিস টহল দেবে। হাসপাতালে ‘মা’ ক্যান্টিন চালু করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে উদ্যোগী হতে বলা হয়েছে।
আরও পড়ুন:- দূষণরোধে দীঘার সৈকতে ঘোড়াদৌড়ে নিষেধাজ্ঞা প্রশাসনের
এই মুহূর্তে মেডিক্যাল কলেজের বিল্ডিং তৈরির কাজ চলছে। যথেচ্ছ খোঁড়াখুঁড়ির জন্য গত বছর বর্ষায় নিকাশির বেহাল ছবি দেখা গিয়েছিল। এবার বর্ষার আগে নিকাশি ব্যবস্থা ঠিকঠাক করতে হবে বলে নির্মাণকারী সংস্থাকে নির্দেশ দেওয়া হয়। ডিআরডব্লু (ডেইলি রেটেড ওয়ার্কার) কর্মীদের দু’-তিন মাস পারিশ্রমিক এখনও বকেয়া। এই সমস্যা মিটিয়ে তাঁদের পারিশ্রমিক যাতে প্রতি মাস হয়, সেজন্য স্বাস্থ্যভবনে চিঠি পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:- পূর্ব মেদিনীপুরে ব্যাঙ্ক জালিয়াতির কবলে পড়ে শিক্ষক খোয়ালেন সাড়ে ৬ লক্ষ টাকা
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Tamluk Hospital
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore