পত্রিকা প্রতিনিধি: ফের শহরে করোনার থাবা। এবার আক্রান্ত হলেন এক মহিলা। সোমবার জেলা স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী পশ্চিম মেদিনীপুরে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২১ । দুই জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৯। জানা যায় ওই মহিলা শহরের বটতলা চকের বাসিন্দা। গত ১০ জুলাই, শুক্রবার ওই মহিলার শরীরে নানারকরম করোনার উপসর্গ দেখা মেলায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্ত্তি করা হয়। সঙ্গে সঙ্গে ওই মহিলার লালারসের নমুনা সংগ্রহ করা হয় করোনা পরীক্ষার জন্য। সোমবার দিন রাতে তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। তাঁকে মেদিনীপুর কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হয়। করোনা আক্রান্তের খবর জানাজানি হতে না হতেই বড়তলা চক সংলগ্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগামীকাল ওই জায়গা জুড়ে কন্টেইনমেন্ট জোন করার পাশাপাশি স্যানিটাইজ স্প্রে করা হবে বলে জানা যায় পুলিশ প্রশাসন সূত্রে।
0