Home » লকডাউন না মেনে রাস্তায়, উল্টে পুলিশকেই চোখ রাঙানি ব্যক্তির

লকডাউন না মেনে রাস্তায়, উল্টে পুলিশকেই চোখ রাঙানি ব্যক্তির

by Biplabi Sabyasachi
0 comments


পত্রিকা প্রতিনিধি :লকডাউনের সময় পুলিশের তাড়াকরানো , লাঠিপেটা , এমনকি নির্দেশিকা ভঙ্গকারিকে কান ধরে উঠবস করার ঘটনা প্রায়ই নজরে এসেছে । এবার পুলিশের দিকে আঙ্গুল তুলে এক যুবককে চোখ রাঙাতে দেখা গেলো । শুধু তাই নয় ,কিছুক্ষন পরে ওই যুবককে বাঁশ নিয়ে পুলিশের দিকে তেড়েও যেতে দেখা গিয়েছে । শনিবার লকডাউনের সকালে ঘটনাটি ঘটেছে মেদিনীপুরের কেরানিতলায় । লকডাউন কার্যকর করতে শহরের অন্যান্য মোড় গুলির মতো শহরের কেরানিতলাতেও ছিল পুলিশি প্রহরা । রাস্তা দিয়ে যেসব সাধারন মানুষরা যাচ্ছিলেন তাদেরকে আটকাচ্ছিল পুলিশ এবং কোথায় কেন যাচ্ছে তার কারনও জিজ্ঞেস করছে । এমনকি প্রয়োজনীয় কাগজপত্রও দেখছিল পুলিশ । সেই সময় জজকোর্টের দিক থেকে সাইকেলে করে এক যুবক আসছিলেন কেরানিতলার দিকে । কেরানিতলাতেই ওই যুবককে পথ আটকায় পুলিশ । শুরু হয় কথা কাটাকাটি । পুলিশ লাঠি উঁচিয়ে ভয় দেখালে যুবকও পাল্টা আঙ্গুল উঁচিয়ে পুলিশকে শাসাতে থাকে । যুবকের বক্তব্য ,রাস্তায় বেরোনোর জন্য প্রয়োজনীয় কারণ দেখালেও পুলিশ তার সঙ্গে অভব্য আচরণ করে । কিছুক্ষণ পর অবশ্য যুবককে গন্তব্যে যেতে দেয় পুলিশ । এর কিছুক্ষন পরে যুবক বাঁশ নিয়ে এসে পুলিশের দিকে তেড়ে যায় । সেটা অবশ্য বেশিক্ষন স্থায়ী হয়নি ,গজগজ করতে করতে ফিরে যান যুবক ।

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.