বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : বিজেপির পথ অবরোধকে ঘিরে উত্তেজনা ছড়ালো মেদিনীপুর শহরের কেরানিতলা এলাকায়। অবরোধকারীদের সঙ্গে পুলিশের ঠেলাঠেলি শুরু হয়ে যায়। পরে কয়েকজন বিজেপি নেতা কর্মীকে আটক করে পুলিশ। আরজিকর কাণ্ডে এখন উত্তাল গোটা রাজ্য। প্রতিটি জেলায় পথ অবরোধ, ধর্মঘট ঘিরে উত্তেজনা। শুক্রবার সকাল থেকেই মেদিনীপুর শহরে এসইউসিআই কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিতে উত্তেজনা ছড়িয়েছিল।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group 1: Click Here
For WhatsApp Group 2: Click Here
তারপর দিনের শেষে বিকেলে বিজেপি কর্মীদের পথ অবরোধ ঘিরে আরো উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিন বিকেলে কেরানিতলা এলাকায় পথ অবরোধ শুরু করে বিজেপি কর্মীরা। পুলিশ গিয়ে তাদের বোঝানোর চেষ্টা করে। কিন্তু নির্দিষ্ট সময়ের আগে তারা অবরোধ তুলতে নারাজ। এরপরই পুলিশের সঙ্গে বচসা ও ঠেলাঠেলি শুরু হয়ে যায়। দুজন নেতাকে পুলিশ আটক করেছে বলে দাবি বিজেপির। অবরোধের সময় সময় বিজেপি নেতাকর্মীরা পুলিশ এবং রাজ্য সরকারের বিরুদ্ধেও স্লোগান তোলেন। তাদের দাবি, আরজিকর কাণ্ডে অবিলম্বে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।
Midnapore
আরও পড়ুন : ২৪০ টাকায় ড্রাইভিং লাইসেন্সের মেলা মেদিনীপুরে, দেখে নিন কোন থানা এলাকার বাসিন্দাদের কবে সুযোগ
আরও পড়ুন : বনদপ্তরের অনুমতি ছাড়াই মহিলা কলেজে গাছ কেটে পরিবহনের অভিযোগ
বিজেপি নেতা অরূপ দাস বলেন, “পুলিশের সহযোগিতায় আরজিকরের মহিলা চিকিৎসককে খুন করা হয়েছে। যত দিন যাচ্ছে তত পরিষ্কার হয়ে যাচ্ছে। আমাদের ঘোষিত কর্মসূচিতে পুলিশ ন্যক্কারজনক ভাবে লাঠিচার্জ করেছে। আমাদের দুজনকে আটক করেছে পুলিশ।” অন্যদিকে গুড়গুড়িপাল থানার কঙ্কাবতীতেও পথ অবরোধ করে বিজেপি কর্মীরা। সেখানে প্রায় আধঘন্টা অবরোধ করে বিজেপি কর্মীরা। পুলিশ আসার আগেই পথ অবরোধ তুলে নেয়। যার ফলে কোনো উত্তেজনা বা সমস্যার সৃষ্টি হয়নি সেখানে।
আরও পড়ুন : ইসরোর দরবারে পিংলার সৌম্যদীপ! ভবিষ্যতে স্বপ্ন গবেষণার
আরও পড়ুন : পুরোনো মামলায় বিজেপির একাধিক নেতা কর্মীর বাড়িতে অভিযান পুলিশের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Midnapore
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper