বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: বিকেলের ঝড়ের দাপট দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক জায়গায়। কোথাও রাস্তার উপর গাছ পড়ে অবরুদ্ধ হয়ে পড়ে, কোথাও আবার বজ্রপাতে জ্বলতে থাকে গাছ। বাড়ি ভাঙার ঘটনাও ঘটেছে বৃহস্পতিবার বিকেলের তুমুল ঝড় ও বজ্রপাতে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

আরও পড়ুন : শাসকদলের কাউন্সিলরদের বিরুদ্ধে মেদিনীপুর পৌরসভায় ভাঙচুরের অভিযোগ ঘিরে উত্তেজনা, বাগবিতণ্ডা
প্রায় এক ঘন্টা ধরে ঝড়ের দাপটের চিত্র দেখা গেল মেদিনীপুর শহরে। মেদিনীপুর কলেজের সামনে রাস্তার উপর ভেঙে পড়ে একটি বিশাল গাছ। ক্ষতিগ্রস্ত হয় পাশে থাকা বিভিন্ন মনীষী ও বিপ্লবীদের মূর্তি। ওই গাছ পড়ে অবরুদ্ধ হয়ে পড়ে গোটা রাস্তা। সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। একইভাবে মেদিনীপুর মেডিকেল কলেজের ভেতর এবং বাইরেও একাধিক জায়গায় গাছ ভেঙে পড়ে। পরিস্থিতি সামাল দিতে উদ্ধার কার্যে নামেন পুলিশ ও মেদিনীপুর পৌরসভার কর্মীরা।

আরও পড়ুন : বিতর্কিত স্যালাইন কাণ্ডে চার মাস লড়াই শেষে হাসপাতালে মৃত্যু প্রসূতির, প্রকৃত কারণ এখনও অস্পষ্ট
রাস্তা থেকে সরিয়ে ফেলা হয় ঝড়ে ভেঙে পড়া সমস্ত গাছ। শহরের দু নম্বর ওয়ার্ডে দুটি কাঁচা বাড়ির ভেঙে পড়ে প্রবল ঝড়ে। অল্পে রক্ষা পেয়েছেন পরিবারের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় কাউন্সিলর। ওই বাড়ির উপর অস্থায়ীভাবে ছাউনির জন্য ত্রিপল দেন কাউন্সিলর। সমস্ত ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে পৌরসভার পক্ষ থেকে। অন্যদিকে গড়বেতা এলাকায় বজ্রপাতে দাউ দাউ করে জ্বলতে থাকে একটি ডাব গাছ। জানা গিয়েছে, গড়বেতার শোলাগেড়া গ্রামে বিকেলে ঝড়ের সময় একটি ডাব গাছের উপর বজ্রপাত হয়। তারপর থেকেই গাছে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা।
আরও পড়ুন : : যুদ্ধ আবহে তৎপর হলদিয়া বন্দর ও ভারতীয় উপকূল রক্ষী বাহিনী
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Storm alert
Biplabi Sabyasachi Largest Bengali Newspaper