Home » Midnapore : বালি ভর্তি ট্রাক্টর তাড়া প্রাইভেট গাড়ির, ট্রাক্টর উল্টে যেতেই গাড়ি ঘিরে বিক্ষোভ

Midnapore : বালি ভর্তি ট্রাক্টর তাড়া প্রাইভেট গাড়ির, ট্রাক্টর উল্টে যেতেই গাড়ি ঘিরে বিক্ষোভ

by Biplabi Sabyasachi
0 comments

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : বৃহস্পতিবার সাত সকালেই বালি ভর্তি দুটি ট্রাক্টরকে প্রচন্ড গতিতে তাড়া করছিল একটি প্রাইভেট গাড়ি। গতি বাড়িয়ে পালাচ্ছিল ট্রাক্টরগুলিও। একটি স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে বালি ভর্তি ট্রাক্টরের ডালা উল্টে যায় রাস্তার পাশে। এরপরেই সন্দেহজনক ওই প্রাইভেট গাড়িটিকে আটকে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। সামাল দিতে ছুটে যায় পুলিশ। বৃহস্পতিবার সকাল ছ’টা নাগাদ ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহর সংলগ্ন হোসনাবাদ এলাকায়। জানা যায়, ওই গাড়িটি ভূমি ও রাজস্ব দপ্তরের।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

Midnapore
নিজস্ব চিত্র

তবে কেন এই বেপরোয়া গতি তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। এদিন মেদিনীপুর শহর সংলগ্ন হোসনাবাদের ওপর দিয়ে ওই বালি গাড়িকে তাড়া করায় ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, “সকালে ঘুম থেকে উঠে বাইরে বেরোতে গিয়েই চোখের সামনে প্রচন্ড গতিতে বালি বোঝায় ট্রাক্টর দুটিকে তাড়া করছিল ওই প্রাইভেট গাড়িটি। যে কারণে পালাতে গিয়ে একটি ট্রাক্টর উল্টে যায় যায়। লোকালয়ে দুর্ঘটনা ঘটার প্রবল সম্ভাবনা ছিল। আমরা ওই প্রাইভেট গাড়িটিকে আটকে জিজ্ঞাসা করতে তারা জানায় সেটি ব্লক ভূমি দপ্তর অফিসের।

Midnapore: Private vehicle chases tractor full of sand, protests surround the vehicle as the tractor overturns

Midnapore
নিজস্ব চিত্র

আরও পড়ুন : আদালতের নির্দেশে অরবিন্দনগর টিভি টাওয়ার মাঠে বিকল্প রাস্তা

আরও পড়ুন : যমজ কন্যা সন্তানের জন্ম দেওয়ায় বাড়িতে ঢুকতে দিল না শ্বশুর বাড়ির লোকজন

কিন্তু গাড়িতে কোন বোর্ড বা কোন ডকুমেন্টস ছিল না।” ফলে সন্দেহজনক ঐ গাড়িকে আটকে রেখে বিক্ষোভ উত্তেজনা তৈরি হয় ওই এলাকায়। সেখানে ছুটে যায় কোতোয়ালি থানার পুলিশ। পরে হাজির হয় মেদিনীপুর সদর ভূমি দপ্তর আধিকারিক। প্রায় ৪৫ মিনিটের বেশি সময় ধরে ঘেরাও বিক্ষোভ চলে। ভূমি দপ্তরের আধিকারিক প্রণবেশ প্রধান বলেন, “এই সময় বালি উত্তোলন শুরু হয়েছে। কিন্তু সেটা সঠিক হচ্ছে কিনা দেখার জন্য আমাদের রুটিন অভিযান হয়। এই গাড়িটিও আমাদের। তবে কতটা গতি ছিল এবং কি কারণে ছিল সেটা খতিয়ে দেখা হচ্ছে।”

আরও পড়ুন : সরকারি ভাবে সবুজ বাজির স্টল মেদিনীপুরে

আরও পড়ুন : মেদিনীপুরে মেডিক্যাল হাসপাতালের গেটের মুখে দোকান উচ্ছেদ পুরসভার

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Midnapore

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.