Midnapore Municipality
আরও পড়ুন ঃ– মেদিনীপুর বনবিভাগে ডেরা বাঁধলো ৭০ টি হাতি, ক্ষতির আশংকা স্থানীয়দের
পত্রিকা প্রতিনিধি: মেদিনীপুর পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান করা হল কংগ্রেস থেকে আসা সৌমেন খানকে (Soumen Khan)। ভাইস চেয়ারম্যান হয়েছেন শহরের শল্য চিকিৎসক ডা. গোলক বিহারী মাজি (Dr. Golak Bihari Maji)। পুর প্রশাসক মন্ডলীতে এই দুজন ছাড়াও সদস্য হিসেবে রয়েছেম প্রাক্তন কাউন্সিলর অনিমা সাহা (Anima Saha),শ্যামল ভকত (Shyamal Bhakat), বিশ্বেশ্বর নায়েক (Bisweshwar Nayek), বিশ্বনাথ পাণ্ডব (Biswanath Pandab) এবং চন্দ্রশেখর তিওয়ারি (Chandrasekhar Tiwary)। চন্দ্রশেখর তৃণমূল নেতা রমাপ্রসাদ তেওয়ারির (Ramprasad Tiwary)পুত্র। বিগত প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান ছিলেন বিধায়ক দীনেন রায় (Dinen Roy)। তাঁকে অব্যাহতি দিয়ে সেইপদে আনা হয়েছে সৌমেন খানকে।
প্রশাসক মন্ডলী থেকে বাদ পড়েছেন শহরের জনপ্রিয় মুখ প্রাক্তন কাউন্সিলর নির্মাল্য চক্রবর্তী (Nimalya Chakraborty)। ২০১৮ সালের ডিসেম্বর মাসে মেদিনীপুর পুরসভার জনপ্রতিনিধিদের মেয়াদ শেষ হওয়াতে পুরসভা দায়িত্ব নেন তৎকালীন মহকুমা শাসক । তারপরও প্রশাসক নিয়োগ করা হয়। সেই প্রশাসক পদে একসময় মৃগেন মাইতি (Mrigen Maity)ও প্রণব বসু (Pranab Basu) ছিলেন ।তাঁরা দুজনই এখন প্রয়াত। তারপর বেশ কয়েকবার প্রশাসক বদল করা হয়েছে ।সোমবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জেলার সমস্ত পুরসভার প্রশাসকমণ্ডলীর তালিকা প্রকাশ করা হয় ।
Midnapore Municipality
আরও পড়ুন ঃ– নদী থেকে নাবালকের মৃতদেহ উদ্ধার, গ্রেফতার মা, ঝাড়গ্রামের জামবনির ঘটনায় চাঞ্চল্য
মেদিনীপুর ছাড়াও জেলার অন্যান্য পুরসভার মেয়াদ শেষ হয়ে গিয়েছে কয়েক বছর আগে ।কখনো মহকুমাশাসক কখনো প্রশাসক দিয়ে পুরসভা চালানো হচ্ছে ।এদিকে ওয়ার্ডে ওয়ার্ডে জনপ্রতিনিধি না থাকায় পুরো পরিষেবা বেহাল হয়ে যাচ্ছে ।শহরবাসীর বক্তব্য ওয়ার্ডের নিকাশি ব্যবস্থা ভেঙে গিয়েছে , নিয়মিত ড্রেন সাফাই হচ্ছে না জন্ম মৃত্যু সার্টিফিকেট বা অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র পেতে চরম হয়রানি হতে হচ্ছে শহরবাসীকে কেন ভোট করানো হচ্ছে না তা অজানা শহরবাসীর জানা গিয়েছে কর্ণ পরিস্থিতি কেটে গেলে পুরসভার ভোট হবে যতদিন না ভোট হচ্ছে ততদিন প্রশাসকরাই নিয়মিত ড্রেন সাফাই হচ্ছে না জন্ম মৃত্যু সার্টিফিকেট বা অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র পেতে চরম হয়রানি হতে হচ্ছে শহরবাসীকে পুরসভা চালাবেন মেদিনীপুর পুরসভায় সাত জনের প্রশাসকমণ্ডলী রয়েছেন।
আরও পড়ুন ঃ– পাখির চোখ ২০২৪-এর লোকসভা, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় তৃণমূলের সাংগঠনিক রদবদল
এর মধ্যে চেয়ারম্যান হয়েছেন সৌমেন খান সৌমেন খান ছাত্রজীবন থেকে কংগ্রেস করে এসেছেন বহু বছর কংগ্রেসের কাউন্সিলর হিসেবে জনপ্রিয় ছিলেন কংগ্রেসের সহ সভাপতিও ছিলেন শেষ কয়েকবছর তিনি কংগ্রেসের জেলা সভাপতি ছিলেন পরবর্তীকালে সোমেন খানকে সরিয়ে সমীর রায়কে কংগ্রেসের জেলা সভাপতি করার পর সৌমেন তৃণমূলে যোগ দেন ।
Midnapore Municipality
আরও পড়ুন ঃ– পশ্চিম মেদিনীপুর জেলায় ছাত্র-ছাত্রীরা পেল Student Credit Card-এ ঋণের টাকা
বিধানসভা ভোটের মুখে কলকাতায় (Kolkata) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত ধরে তিনি তৃণমূলে যোগ দেন এরপরই ছড়িয়েছিল সৌমেন মেদিনীপুর বিধানসভায় তৃণমূলের হয়ে দাঁড়াবেন কিন্তু সেটা আর হয়নি এবার দলবদলের পুরস্কার পেলেন সৌমেন । পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান করায় তিনি খুশি। বললেন ,”পুরসভার কাউন্সিলর হিসেবে বহু বছর কাজ করেছি সাধারণ মানুষকে কীভাবে পরিষেবা দিতে হবে তা জানা রয়েছে। নতুন দায়িত্ব পেয়ে অবশ্যই ভালো লাগছে। আমার লক্ষ্য শহরবাসীকে সুন্দর পুর পরিষেবা প্রদান করা ।
“জেলার অন্য পুরসভার নতুন প্রশাসকমণ্ডলী করা হয়েছে ।ঘাটাল পুরসভার বিভাস চন্দ্র ঘোষ (Bidhan Chandra Ghosh) চেয়ারম্যান, অজিত দে (Ajit Dey) ভাইস চেয়ারম্যান ,সদস্য রয়েছেন উদয় শঙ্কর সিংহ রায় (Uday Shankar Roy) ,মৃদুলা দত্ত (Mridula Dutta) ও কার্তিক চন্দ্র ধাড়া (Kartik Chandra Dhara)।খড়্গপুর (Kharagpur) পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান প্রদীপ সরকার (Pradip Sarkar), ভাইস চেয়ারম্যান শেখ হানিফ (Sekh Hanif), এ ছাড়া সদস্য রয়েছেন শতদল ব্যানার্জি (Satadal Banerjee),কল্যাণী ঘোষ (Kalyani Ghosh) ,ভেঙ্কট রামনা (Bhenkata Ramana) ,অঞ্জনা সাগরে (Anjana Sagare), নাসিম খাতুন (Nasim Khatun), দেবাংশু গাঙ্গুলি (Debangshu Ganguli),লক্ষ্মী মুর্মু (Laxmi Murmu)।রামজীবনপুর (Ramjibanpur) পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান নির্মল চৌধুরী (Nirmal Choudhuri) ‘ভাইস চেয়ারম্যান সুকুমার বাগ (Sukumar Bag) ।
আরও পড়ুন ঃ– দিঘার সমুদ্রের জলের রং পরিবর্তনে আতঙ্কিত পর্যটকেরা
Midnapore Municipality
সদস্য হিসেবে রয়েছেন উত্তম কুমার চৌধুরী, কল্যাণ তিওয়ারি।খড়ার পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান হয়েছেন অরূপ কুমার রায়, ভাইস চেয়ারম্যান করবী সামন্ত। সদস্য রয়েছেন সন্ধ্যা ব্যানার্জি, চণ্ডিচরণ ঘোষ ,মুনমুন মুখার্জি, অভিজিত খোলা ।চন্দ্রকোনা পুরসভায় প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান হয়েছেন বিল্লু মান্না, ভাইস চেয়ারম্যান প্রতিমা পাত্র, সদস্য রয়েছেন অশোক পালধী, গোবিন্দ দাস, সৌরভ চক্রবর্তী ।ফের প্রায় পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান করা হয়েছে বিশ্বেশ্বর পাহাড়িকে ভাইস চেয়ারম্যান চৈতালি মণ্ডল সদস্য রয়েছেন মালতী মুর্মু সুজয় পাত্র। আজ বুধবার দায়িত্বপ্রাপ্তরা নিজ নিন পুরসভার দায়িত্ব বুঝে নেবেন ।
আরও পড়ুন ঃ– আকালের বাজারেও অফ-ক্যাম্পাসিংয়ে রেকর্ড চাকরি মেদিনীপুর কলেজে
আরও পড়ুন ঃ– মাঠের অর্ধেক ভাগের দাবি চেয়ে পথ অবরোধ পশ্চিম মেদিনীপুরের পিড়াকাটা এলাকায়
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Midnapore Municipality
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore