Mrinal
আরও পড়ুন ঃ–খড়গপুরে বিজেপির সদস্যা সহ একাধিক কর্মীকে খুন করার হুমকি
নিশীথ কুমার দাস (সম্পাদক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা ) : মৃণাল কান্তি সামন্ত (Mrinal kanti Samanta)। জেলা তথ্য ও সংস্কৃতি দফতর, পশ্চিম মেদিনীপুরের সক্রিয় কর্মী ছিলেন। রবিবার ভোরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Medinipur Medical College and Hospital) শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল প্রায় ৫৭ বছর। সাংবাদিক মহলে মৃণাল দা (Mrinal kanti Samanta) সবার প্রিয় পাত্র ছিলেন। দীর্ঘদিন এই দফতর সামলানোর জন্য অখন্ড মেদিনীপুর (Medinipur) জেলায় প্রায় প্রতিটি সাংবাদিকের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ ছিল তাঁর।মৃণাল দা (Mrinal kanti Samanta) আন্তরিক ভাবে চেষ্টা করতেন জেলার সংবাদপত্রগুলিকে সহযোগিতা করার। সরকারের কোনও নির্দেশিকা এলে অনেকসময় তা নিজে ফোন করে সবাইকে অবগত করতেন। ফলে সব সরকারি নির্দেশ দ্রুততার সঙ্গে সবাই করে উঠতে পারতো।
বয়সের ভারে ও করোনার প্রকোপের জন্য তথ্য দফতরে আজকাল আমার যাতায়াত কমে গিয়েছিল। কিন্তু প্রতিনিয়ত মৃণালদার সঙ্গে যোগাযোগ ছিল। মনে করতে খুবই কষ্ট হচ্ছে যে, মৃণালদা আর আমাদের মধ্যে নেই। প্রতিবছর গঙ্গাসাগর জেলায় মৃনালদার যাওয়া চাইই।সব বারে যাওয়ার জন্য অনুরোধ করতেন। কিন্তু সে হয়ে ওঠেনি। বিপ্লবী সব্যসাচী পত্রিকা (Biplabi Sabyasachi Newspaper) তার একজন পরম বন্ধুকে হারাল এই অভাব কেউ পূরণ করতে পারবে না তার হঠাৎ প্রয়াণে আমাদের হৃদয়ে বেদনা বিধুর মৃণালদা স্ত্রী ও একমাত্র কন্যা বর্তমান বিপ্লবী সব্যসাচী (Biplabi Sabyasachi) পরিবারের পক্ষ থেকে মৃণালদার (Mrinal kanti Samanta) আত্মার চিরশান্তি কামনা করে তাঁর পরিবারবর্গকে সমবেদনা জানাই সোমবারই শহরে পদ্মাবতী শ্মশান ঘাটে তার মরদেহের শেষকৃত্য সম্পন্ন হয় ।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Mrinal
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore