Home » মেদিনীপুরে খুন হলেন ২ ফুলের কারিগর, থানায় আত্মসমর্পণ খুনির

মেদিনীপুরে খুন হলেন ২ ফুলের কারিগর, থানায় আত্মসমর্পণ খুনির

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি: ফের খুন মেদিনীপুর শহরে।প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বকেয়া টাকা নিয়ে ঝামেলা, আর তার জন্যই খুন হল ফুলের ২ কারিগর। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে মেদিনীপুর কোতোয়ালী থানার অন্তর্গত আবাসের পাখি বাগান এলাকায়। Medinipur Murder, Medinipur Murder, Biplabi Sabyasachi News

আরো পড়ুন- রাজন‍‍ৈতিক সংঘর্ষে উত্তপ্ত কেশপুর, মৃত এক ১৪ বছরের কিশোর সহ ২জন

খুনের তদন্তে কোতোয়ালি থানার পুলিশ

শনিবার সকালেই উদ্ধার হয় দুটি রক্তাক্ত ক্ষত বিক্ষত দেহ।সারা শরীর জুড়ে রয়েছে ধারালো অস্ত্রের আঘাত। ঘটনা সুত্রে জানাযায় ফুলের কারিগর তন্ময় মল্লিকের কাছে কাজ করতো বিমল নায়েক রাজেশ দাস সহ আরো কয়েকজন। সম্প্রতি ফুলের কাজ করার পর টাকা পয়সা নিয়ে বিমল নায়কের সঙ্গে বচসা হয় তন্ময় মল্লিকের। গতকাল রাতে আবাস এলাকায় রাজেশ দাসের ভাড়া নেওয়া ফুলের দোকানের ভেতরে তন্ময় মল্লিক, রাজেশ দাস ও বিমল নায়েক বসে মদ্যপান করার সময় নিজেদের মধ্যে পাওনা টাকা নিয়ে বচসা সৃষ্টি হয়। সেই সময় রাগের বসে বিমল নায়েক ধারালো অস্ত্র দিয়ে তন্ময় মল্লিক ও রাজেশ দাসকে খুন করে। আজ সকালে কোতওয়ালী থানায় গিয়ে নিজেই আত্মসমর্পণ করে বিমল এবং মৃতদেহ দোকানের ভেতরে রয়েছে বলে পুলিশকে জানালে পুলিশ গিয়ে দুটি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যালে পাঠায়। পুলিশ বিমল নায়েককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বলে জানা যায়। এলাকায় ব্যাপক চাঞ্চল্য রয়েছে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasach

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.