Home » সৌধের রক্ষণাবেক্ষণে নির্বিকার পুরসভা! অহংকারের জাতীয় পতাকার দাবিতে পথে নামবে ‘দ্য ভয়েস অব মিদনাপুর’

সৌধের রক্ষণাবেক্ষণে নির্বিকার পুরসভা! অহংকারের জাতীয় পতাকার দাবিতে পথে নামবে ‘দ্য ভয়েস অব মিদনাপুর’

by Biplabi Sabyasachi
0 comments

Municipality

আরও পড়ুন ঃপশ্চিম মেদিনীপুরে হাতির হানায় জখম বৃদ্ধ, কার্যত ‘গ্রীন করিডর’ করে হাসপাতালে পৌঁছালো পুলিশ

পত্রিকা প্রতিনিধি : পাঞ্জাবের আর্টারি সীমান্ত(Artery Border of Punjab) বা ঝাড়খণ্ডের (Jharkhand)রাঁচি (Ranchi)বা নদিয়ার ফুলিয়ার (Nadi,Fulia) সর্বোচ্চ বা সর্ববৃহৎ জাতীয় পতাকার দৌড়ে না গিয়েও মেদিনীপুর শহরের (Medinipur Town) অহংকারের মুকুটে পালক জুড়েছিল মেদিনীপুর শহরের ১৪ নং ওয়ার্ডের অন্তর্গত দ্বারিবাঁধস্থ (Dwaribandh) মতিঝিলের (Motijhil) পাশে ১১০ ফুট উঁচু ৬০০ বর্গফুটের জাতীয় পতাকার (National Flag)পতপত করে উড়ে চলা। উল্লেখ্য, ঐতিহাসিক মেদিনীপুর পুরসভার (Midnapore Municipality)১২৫ তম বর্ষ পূর্তি উপলক্ষ্যে সারা পৌর এলাকা জুড়ে নানাবিধ স্থাপত্য ও স্মরণী প্রতিষ্ঠা করেছিল মেদিনীপুর পৌর কর্তৃপক্ষ। এমতাবস্থায় ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর (বর্তমানে বিদায়ী) এর উদ্যোগে এবং মেদিনীপুর পুরসভার ব্যবস্থাপনায় ২০১৮-র ৬ মে মতিঝিলের পাশে একটি উদ্যান নির্মাণ, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের(Kaji Najrul Islam) আবক্ষ মূর্তি স্থাপন ও ১১০ ফুট উচ্চতায় ৬০০ বর্গফুটের পতাকা উত্তোলনের মাধ্যমে এই উদ্যান নির্মাণ হয়। উদ্বোধন করেন তদানীন্তন মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান ((Chairman) প্রয়াত প্রণব বসু (Pranab Basu)। এরপর কার্যকাল ফুরিয়ে যায় পুর পরিষদের।

নিজস্ব চিত্র

১৪ নং ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর বিশ্বেশ্বর নায়েক (Biswesar Nayek)এর কথায়, ‘এরপর পুর প্রশাসকের দায়িত্বে এসডিও সাহেব আসার পর আমরা ঐ উদ্যানের চাবি হস্তান্তরিত করি।’ এদিকে পক্ষ গড়ালেই স্বাধীনতার গৌরবজ্বল পঁচাত্তর বর্ষের শুভ সূচনা। সাধারণ মেদিনীপুরবাসীর স্বপ্ন স্বাধীনতার গৌরবজ্বল ৭৫ বর্ষের শুভ সূচনায় পতপত করে আবার উড়ুক সেই অহংকারের তেরঙ্গা। এদিকে রক্ষণাবেক্ষণের অভাবে মূর্তি ঢাকা পড়েছে আগাছায়। নেই সেই পতাকাও। স্বাধীনতা দিবসে ওই পতাকা আবার পতপত করে উড়বে ‘দ্য ভয়েস অব মিদনাপুর’ সংস্থার উদ্যোগে। দুটি পতাকা তৈরির জন্য খরচ হবে চল্লিশ হাজার টাকা। রাস্তায় নেমে ওই অর্থ সংগ্রহ করবে বলে জানান সংস্থার মুখপাত্র সমাজকর্মী ও অধ্যাপক শিবদেব মিত্র (Shibdev Mitra)। তিনি জানিয়েছেন, “ঐতিহাসিক মেদিনীপুর শহরের বুকে এই সুদীর্ঘ জাতীয় পতাকা মেদিনীপুরবাসীর কাছে এক আত্মশ্লাঘা।” মেদিনীপুর পুরসভার বর্তমান পুরপ্রশাসক তথা বিধায়ক দীনেন রায় এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বলেও শিবদেব বাবু জানান।

ছবি-অরুপ নন্দী

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Municipality

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.