পত্রিকা প্রতিনিধি : বৃহস্পতিবার বাজ পড়ে মারা গেলেন দুই জন । আজ বিকেলে বজ্রাঘাতেঘর নির্মাণ কাজ করার সময় মারা যান এক শ্রমিক ।মৃতের নাম গনি শেখ (৫০), বাড়ি মুর্শিদাবাদ ।কাজের সূত্রে তিনি শহরেই ভাড়া বাড়িতে থাকতেন ।এদিন মেদিনীপুর সদর ব্লকের বিদ্যাসাগর পল্লীতে (জোসেফ হাসপাতালের পাশে) নারায়ণ ব্যানার্জীর বাড়িতে নির্মাণ কাজ করার সময় বজ্রাঘাতে তিনি মারা যান।খবর পেয়ে প্রচুর লোকের ভিড় জমে যায় ।গুড়গুড়িপাল থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । অপরদিকে বজ্রপাতে মৃত্যু হলো এক ছাত্রের। ঘটনাটি ঘটেছে কেশপুর থানার অন্তর্গত বগছড়ি এলাকায়। কেশপুরের ধলহারার বাসিন্দা প্রলয় খামরুই নামে এই ছাত্র বাড়ী থেকে এক কিঃমিঃ দুরে চাষের জমিতে তিল গাছ কেটে বাড়ী ফেরার পথে হঠাৎই বাজ পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয় ঐ ছাত্রের। এই ঘটনার পর এলাকায় নেমে আসে শোকের ছায়া। খবর পেয়ে কেশপুর থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। পাশাপাশি কেশপুর থানার পঞ্চমী এলাকায় বাজ পড়ে ৩ টি গরুও মারা গেছে বলে জানা গেছে।