Midnapore: Alternative road in Aurobindonagar TV tower field as per court orders.
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : উচ্চ আদালতের নির্দেশে গত জুন মাসে অবৈধ নির্মাণ উচ্ছেদ হয়েছিল মেদিনীপুর শহরের অরবিন্দনগর টিভি টাওয়ার মাঠে। কয়েক বছর ধরে ওই মাঠের জায়গা দখল করে অবৈধ নির্মাণ গড়ে উঠেছিল। বিভিন্ন সময় মেদিনীপুর পৌরসভা ও পুলিশ প্রশাসন তাদের সরানোর আবেদন করলেও কোন কাজ হয়নি ফলে বিষয়টি নিয়ে মামলা হয় উচ্চ আদালতে। ডিভিশন বেঞ্চ রায় দেয় ওই মাঠ থেকে অবৈধ নির্মাণ উচ্ছেদ করতে হবে। সেই মতো বুলডোজার দিয়ে সমস্ত নির্মাণ ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছিল।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
মাঠের মাঝ দিয়ে যাওয়া রাস্তা বন্ধ করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিল প্রশাসন। অবরোধ-বিক্ষোভে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। প্রশাসন আশ্বাস দিয়েছিল বিকল্প রাস্তার। সেইমতো মাঠের পাশ দিয়ে বিকল্প রাস্তা তৈরীর কাজ শুরু হল। উল্লেখ্য, টিভি টাওয়ার মাঠের মাঝ দিয়ে কয়েক বছর ধরে প্রতিদিন যাতায়াত করতেন কয়েক হাজার মানুষজন ও পড়ুয়ারা। আদালতের নির্দেশ মেনে শুক্রবার ওই রাস্তা বন্ধ করতে গিয়েছিল প্রশাসন। শুরু হয়ে গিয়েছিল তার কাজও।
আরও পড়ুন : যমজ কন্যা সন্তানের জন্ম দেওয়ায় বাড়িতে ঢুকতে দিল না শ্বশুর বাড়ির লোকজন
Midnapore
খবর ছড়িয়ে পড়তেই কয়েকশো স্থানীয় মানুষজন ও স্কুল পড়ুয়ারা বিক্ষোভ দেখিয়েছিলেন। স্থানীয় বাসিন্দাদের দাবি ছিল, তাদের বিকল্প রাস্তা নেই যাতায়াতের। বহু বছর ধরে এই রাস্তা দিয়ে যাতায়াত করছে হাজার হাজার মানুষ। চারটি স্কুল রয়েছে। তার পড়ুয়ারাও যাতায়াত করে। বিকল্প রাস্তা না থাকলে যাতায়াত করতে পারবে না। প্রশাসনকে দাবি জানিয়েছিল বিকল্প রাস্তার। সেই মতো উচ্চ আদালতের নির্দেশে বিকল্প রাস্তার উদ্বোধন হলো সোমবার।
আরও পড়ুন : সরকারি ভাবে সবুজ বাজির স্টল মেদিনীপুরে
আরও পড়ুন : মেদিনীপুরে মেডিক্যাল হাসপাতালের গেটের মুখে দোকান উচ্ছেদ পুরসভার
উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমেন খান, স্থানীয় কাউন্সিলর মৌসুমী হাজরা, চন্দ্রানী দাস সহ অন্যান্য জনপ্রতিনিধি ও আধিকারিকরা। সৌমেন খান বলেন, “উচ্চ আদালতের নির্দেশে মাঠ দখলমুক্ত করা হয়েছিল। মাঠের মাঝে থাকা রাস্তাটি বন্ধ করার কাজও শুরু হয়েছিল। সেইসময় স্কুল পড়ুয়া সহ স্থানীয় মানুষজন এসে রাস্তা অবরোধ করেন এবং কাজে বাধা দেন। প্রশাসনের পক্ষ বিকল্প রাস্তার উদ্যোগ নেওয়া হয়েছিল। উচ্চ আদালতের নির্দেশ মেনে বিকল্প রাস্তা তৈরি করার কাজ শুরু হল।”
আরও পড়ুন : দক্ষিণ পূর্ব রেলওয়ে প্যাসেঞ্জার ট্রেনে প্রথম মহিলা চালক দীপান্বিতা
আরও পড়ুন : হাতি তাড়াতে গিয়ে পশ্চিম মেদিনীপুরে মৃত্যু হুলা টিমের সদস্যের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Midnapore
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper