পত্রিকা প্রতিনিধি :পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে সরকারি বিদ্যালয়গুলিতে মিড ডে মিল-এর চাল ও আলু বিলির প্রক্রিয়া শুরু হচ্ছে পুনরায়। তার আগে করোনা আবহে থাকা বিদ্যালয়গুলিকে জীবাণুমুক্তকরণ শুরু করল প্রশাসন।রাজ্য প্রশাসনের নির্দেশে, শিক্ষা দপ্তরের পক্ষ থেকে দেওয়া ফরমান অনুসারে,১ জুন থেকে ৬ জুন পর্যন্ত পড়ুয়াদের মিড ডে মিলের চাল আলু দেওয়া হবে। এবার মিড ডে মিলে দু কেজি চাল দু কেজি আলু দেওয়া হবে প্রতি ছাত্র-ছাত্রী পিছু। তাই ২৮ মে থেকে বিদ্যালয়গুলির জীবাণুমুক্তকরণ এর উদ্যোগ শুরু হয়েছে।অন্যান্য এলাকার সঙ্গে মেদিনীপুরের পৌরসভার অন্তর্গত বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলিতে জীবাণুমুক্তকরণ এ রাসায়নিক স্প্রে শুরু হয়েছে।১ জুনের আগেই সেই কাজ সম্পন্ন হবে বলে কর্মীরা জানিয়েছেন। মেদিনীপুর সদর মহকুমা শাসক দীননারায়ন ঘোষ জানিয়েছেন-” চাল আলু বিলি করার আগে জীবাণুমুক্তকরণ শুরু হয়েছে সমস্ত বিদ্যালয়ে। শিক্ষক ও সকলের নি
1
পত্তার স্বার্থে এই উদ্যোগ।”
previous post