Home » শহরের বার্জটাউন দুর্গোৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

শহরের বার্জটাউন দুর্গোৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের কুড়িটি পুজোর সঙ্গে সঙ্গে মেদিনীপুর শহরের বার্জটাউন দুর্গা পুজোর উদ্বোধন করবেন । আগামী ২২ অক্টোবর স্বস্তির দিন এ রাজ্যের পুজোগুলি ভার্চুয়াল উদ্বোধন করতে দেখা যাবে প্রধানমন্ত্রীকে। কয়েক দিন আগেই এ জেলার নটি সহ রাজ্যে একশো ষোলোটি পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। Durgapuja, Durgapuja, Medinipur Durgapuja inauguration by Narendra Modi, Narendra Modi

আরো পড়ুন-  খড়্গপুর গ্রামীণের লছমাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু ৪ জনের

আরো পড়ুন- “শুধু মুসলিম বিরোধী দল নয়, বিজেপি আসলে বাঙালি বিরোধী দল “- ব্রাত্য

এখনও তিনি প্রতিদিনই পুজোর উদ্বোধন করে চলেছেন পুজোর সময় জনসংযোগে খামতি রাখতে চাইছে না বঙ্গ বিজেপিও । তাই ২০২১ নির্বাচনের আগে জনসংযোগ বাড়াতে প্রধানমন্ত্রীকে দিয়ে পুজো উদ্বোধনের উদ্যোগ নিয়েছেন বিজেপি। বার্জটাউন দুর্গা পূজা কমিটির সম্পাদক দেবদত্ত দে সরকার বলেন, প্রধানমন্ত্রী ভার্চুয়াল আমাদের পুজো উদ্বোধন করবেন। এর জন্য সব রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে সভাপতি শুভজিত রায় বলেন প্রধানমন্ত্রী বার্জটাউনে পূজা উদ্বোধন করবেন, এটা অত্যন্ত গর্বের বিষয়। উদ্যোক্তারা জানালেন সরকারের স্বাস্থ্যবিধির নির্দেশিকা মেনেই সব আয়োজন করা হয়েছে পুজো মণ্ডপে থাকবে মাস্ক ও সানি টাইগারের ব্যবস্থা উদ্বোধনী অনুষ্ঠানের জন্য একটি মঞ্চ করা হবে বসানো হবে জায়েন্ট স্ক্রিনও।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.