Home » ডেবরার ১৯ জন সহ খড়্গপুরে মোট আক্রান্ত ৩০ জন, জেলায় ১৭৪

ডেবরার ১৯ জন সহ খড়্গপুরে মোট আক্রান্ত ৩০ জন, জেলায় ১৭৪

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধ: পত্রিকা প্রতিনিধি: জেলা স্বাস্ব্য দফতরের বুধবারের (৯ সেপ্টেম্বর) অ্যন্টিজেন ও আর.টি.পি.সি.আরের রিপোর্ট অনুযায়ী পশ্চিম মেদিনীপুর জেলায় মোট ১৭৪ জনের (আর.টি.পি.সি.আর-৫১ ও অ্যন্টিজেন-১২৩) করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আর.টি.পি.সি.আরের রিপোর্ট অনুযায়ী খড়্গপুরে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫ জন । অ্যান্টিজেন পরীক্ষার রিপোর্ট অনুযায়ী খড়্গপুরে মোট ২৫ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।Kharagpur corona news, Kharagpur corona news, Kharagpur corona news, Biplabi sabyasachi news, medinipur Corona news, latest Bengali corona news
খড়্গপুর শহরের সাহাচক এলাকা সংলগ্ন টাটা মেটালিক্সে এক ৫০ বছরের প্রৌঢ় করনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায় । খড়্গপুর লোকালের অন্তর্গত মোল্লা চোখ সংলগ্ন এলাকার গোকুল পুরো এক মাঝ বয়স্ক (৩৫) ব্যক্তির করোনা রিপোর্ট পজিটিভ আসে। রেল শহরের বিবেকানন্দ পল্লি সংলগ্ন মালঞ্চ এলাকায় এক ৩৩ সহায়তা বছর বয়সী ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায় ।

আরও পড়ুন-খড়্গপুরের রেল এলাকায় মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

ফাইল চিত্র

আরও পড়ুন- ফের করোনায় আক্রান্ত মেদিনীপুর শহর ও শহরতলীর মোট ৩০ জন


খড়্গপুরের ৩৩ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লী এলাকা সংলগ্ন তালবাগিচায় এক কিশোর (১২), কলাইকুন্ডায় এক ব্যক্তি (৪২) করোনার রিপোর্ট পজিটিভ আসে। ২ নম্বর ওয়ার্ডের ইন্দার আনন্দনগরে একই পরিবারের ২জন ও ওই এলাকার এলাহাবাদ ব্যাঙ্কের কাছে মোট ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ৩ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর এক যুবকের (১৮) কোভিড রিপোর্ট পজিটিভ আসে। খড়্গপুর পুরসভার ক্ষুদিরামপল্লী এলাকার ২ জন ( মহিলা-৩২, কিশোরী-১৪) করোনায় আক্রান্ত হয়েছেন। এদের শরীরে করোনার উপসর্গ (সর্দি-কাশি) দেখা মেলে।রেলশহরের চন্ডীমন্দির ও খড়্গপুরের শহরতলির ২জন করোনায় আক্রান্ত হয়েছেন।ধোবিঘাট, মথুরাকাটি ও সাউথ সাইড এলাকার (বৃদ্ধ-৬৪, পুরুষ-৪৩, প্রৌঢ়-৫০) ৩জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে।খড়্গপুর শহরের নিউ সেটেলমেন্ট এলাকার এক কিশোরী (১৩) করোনায় আক্রান্ত হন। রেলশহরের সিদ্ধার্থনগর এলাকায় ৩ জন করোনা(প্রৌঢ়-৫৪, যুবক-২২, মহিলা-৩৫) রিপোর্ট পজিটিভ আসে। এছাড়াও ৩২ নম্বর ওয়ার্ডের আরামবাটি এলাকার ১ জন, তালবাগিচার ১ জন, ১১ নম্বর ওয়ার্ডের সাহাচক এলাকার ১জন, ইন্দা সংলগ্ন শ্যামচক এলাকায় ১ জন , নিমপুরার গোলছলি এলাকার ২ জন, ৪নম্বর ওয়ার্ডের পাঁচবেড়িয়ার ১ জন সহ মোট ৩০ জন আক্রান্ত হয়েছেন ।

আরও পড়ুন- করোনায় আক্রান্ত মেদিনীপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ

অপরদিকে জেলায় আক্রান্ত হয়েছেন ১৭৪ জন।কেশপুরের সরিষাখোলা এলাকায় একই পরিবারের তিনজনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। ডেবরায় মোট ১৯ জন আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। ডেবরার বড়োগড় (৫জন) ,নরহরিপুর, গোটগেড়িয়া, ডেবরা বাজার,চকশ্যামপুর, জালিমন্দা, চকবাজিত ,ভোগপুর, পদিমা, রাধামোহনপুর, দিগবাসন্তি ও ধনেশ্বরপির সহ বিভিন্ন এলাকায় মোট ১৯ জনের শরীরে করোনা সংক্রমণের হদিশ মেলে। গড়বেতার দুর্লভগঞ্জ , পাথরকাটা সংলগ্ন খড়কুশমা,কাদাসোল, হুমগড় সহ বিভিন্ন এলাকায় মোট ৬ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে বলে জানা যায়। হুমগড় থানার ২ কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়।

আরও পড়ুন- আজকের পত্রিকা- ১০ সেপ্টেম্বর, বাং- ২৪ ভাদ্র ১৪২৭

বেলদা ও নারায়নগড় ব্লকের মোট ২২ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে বলে জানা যায় স্বাস্থ্য দফতর সূত্রে।কেশিয়াড়ীর কেশরম্ভা, নারায়নগড়ের বেনেডিয়া , কাশিপুর, বেলদার কাশিমপুর,মান্নান, বড়মাতকাতপুর, মহম্মদপুর, তুতরঙ্গা সহ বিভিন্ন এলাকায় মোট ২২ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে।এছাড়াও পিংলার মুন্ডুমারি, সবংয়ের খগড়াগেড়িয়া, ঘাটাল, দাঁতন,ক্ষীরপাই, রামজীবনপুর জেলার বিভিন্ন এলাকায় মোট ১৭৪ জন আক্রান্ত হন।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.