Home » Medinipur Assembly Election : নিরাপত্তায় মোড়া মনোনয়ন কেন্দ্রে দেখা মিলল না প্রার্থীদের

Medinipur Assembly Election : নিরাপত্তায় মোড়া মনোনয়ন কেন্দ্রে দেখা মিলল না প্রার্থীদের

by Biplabi Sabyasachi
0 comments

বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ঘোষণা করে দেওয়া হয়েছে নির্বাচনের দিনক্ষণ। গতকাল অর্থাৎ শুক্রবার থেকেই মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার দিন। তার জন্য সব পরিকাঠামো তৈরি। দুদিন ধরে পুলিশ, ব্যারিকেড সাজিয়ে বসে থাকলেও কোন রাজনৈতিক দলই নিজেদের প্রার্থীর নামই ঘোষণা করতে পারেনি। সকলেই দ্বিধাগ্রস্ত অবস্থায় একে অপরের প্রার্থী ঘোষণার অপেক্ষায় রয়েছেন। সব থেকে বেশি দোলাচল তৈরি হয়েছে শাসকদলের মধ্যে। মনোনয়ন জমা দেওয়ার সময় সীমার ৪৮ ঘন্টা কেটে গেলেও শূন্য হাতে বসে রয়েছেন অপেক্ষায় থাকা প্রশাসনের কর্তারা।

আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :

For WhatsApp Group 1: Click Here

For WhatsApp Group 2: Click Here

মেদিনীপুর বিধানসভা উপনির্বাচন ১৩ নভেম্বর। এই বিধানসভার প্রাক্তন বিধায়ক জুন মালিয়া লোকসভা নির্বাচনে সাংসদ হিসেবে জয়ী হয়েছেন। তার ছেড়ে যাওয়া বিধানসভাতে উপনির্বাচনের প্রয়োজন নিয়ম অনুসারে। সেই উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। ১৮ অক্টোবর থেকে মনোনয়ন জমা পড়ার কথা। কিন্তু ১৯ অক্টোবর সন্ধ্যা হয়ে গেলেও প্রার্থীর মনোনয়ন তো দূরের কথা কোন রাজনৈতিক দলই তাদের নিজেদের প্রার্থীর নাম পর্যন্ত ঘোষণা করতে পারলেন না।

আরও পড়ুন : প্লাবিত ঘাটাল, মেদিনীপুর শহরেও বাড়িতে ঢুকলো জল

আরও পড়ুন : বনদপ্তরের অনুমতি ছাড়াই মহিলা কলেজে গাছ কেটে পরিবহনের অভিযোগ

দুদিন ধরে ব্যারিকেড করে পরিকাঠামো তৈরি করে ঠাই বসে রয়েছেন পুলিশ কর্মীরা। বাঁশের ব্যারিকেড তৈরি করে নির্দেশক ব্যানার লাগিয়ে গেটে মেটাল ডিটেক্টর তৈরি করে মনোনয়ন গ্রহণ করার রুমে প্রস্তুত হয়ে বসে রয়েছেন দুদিন ধরে আধিকারিকরা। দুদিনই ফাঁকা। মনোনয়ন দিতে যাওয়ার রাস্তাতে পুলিশ সেজেগুজে বসে রয়েছে। অন্যদিকে নিজেদের প্রার্থী কে হবে তাই বলতে পারছে না কোনো দল। জেলা তৃণমূলের মধ্যেও নানা গুঞ্জন।

বেশিরভাগ বলছেন তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা প্রার্থী হতে পারেন। অনেকেই বলছেন অন্য কেউ হতে পারে। শীর্ষ নেতৃত্ব যতক্ষণ না নাম ঘোষণা করছে ততক্ষণ এই জল্পনা বিভিন্ন নামের গুঞ্জন বেড়েই চলেছে। বিজেপির পক্ষ থেকে মেদিনীপুর শহরের চারজন বিজেপি নেতৃত্বদের নাম জল্পনায় উঠে এসেছে। তার সঙ্গে মাঝেমধ্যেই সংযুক্ত করা হচ্ছে দিলীপ ঘোষের নামও। সিপিএম এবং কংগ্রেস পৃথক ভাবে প্রার্থী দেওয়ার পথে এগোচ্ছে বলে জানা গিয়েছে। তারাও ঘোষণা করেনি নিজেদের প্রার্থীর নাম।

আরও পড়ুন : ইসরোর দরবারে পিংলার সৌম্যদীপ! ভবিষ্যতে স্বপ্ন গবেষণার

আরও পড়ুন : পুরোনো মামলায় বিজেপির একাধিক নেতা কর্মীর বাড়িতে অভিযান পুলিশের

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Medinipur Assembly Election

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.