Midnapore : রিং রোড এলাকার সমস্ত মাংসের দোকানকে সরানোর উদ্যোগ নিল মেদিনীপুর পৌরসভা ও প্রশাসন। স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান থাকায় পরিবেশ কর্মীরা ওই এলাকার মাংসের দোকান সরানোর আবেদন জানিয়েছিলেন পৌরসভায়। তাতে শহর পরিষ্কার থাকার পাশাপাশি দৃশ্য দূষণও কমবে বলে মনে করছেন পরিবেশকর্মীরা।
———————————————————–
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : শহর পরিষ্কার রাখতে রিং রোড এলাকার সমস্ত মাংসের দোকানকে সরানোর উদ্যোগ নিল মেদিনীপুর পৌরসভা ও প্রশাসন। মেদিনীপুর শহরের রিং রোড এলাকায় রয়েছে বহু মাংসের দোকান। গজিয়ে উঠছে নতুন দোকানও। স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান থাকায় পরিবেশ কর্মীরা ওই এলাকার মাংসের দোকান সরানোর আবেদন জানিয়েছিলেন পৌরসভায়।
আরও পড়ুন : নালা বন্ধ করে ব্যবসা করলে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি মেদিনীপুর পৌরসভার
সেই আবেদনের ভিত্তিতে মাংসের দোকানগুলিকে শহরের অন্যত্র নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে পৌরসভা। জানা গিয়েছে, শহরের পোল্ট্রী পুকুর পাড় এলাকায় একটি সরকারী জায়গা রয়েছে। সেখানে ওই সমস্ত মাংসের দোকানগুলিকে নিয়ে গিয়ে স্থায়ীভাবে সেড দেওয়া হবে। তাতে শহর পরিষ্কার থাকার পাশাপাশি দৃশ্য দূষণও কমবে বলে মনে করছেন পরিবেশকর্মীরা।
আরও পড়ুন : বৈদ্যুতিক ফেন্সিংয়ের পর হাতির হানা রুখতে পশ্চিম মেদিনীপুরে কাটা হল পরিখা
মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান জানিয়েছেন, রিং রোড এলাকায় যে সমস্ত মাংসের দোকান রয়েছে সেইগুলিকে শহরের পোল্ট্রী পুকুর পাড় এলাকায় নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। সেখানে জল এবং আলোর ব্যবস্থা থাকবে। স্থায়ীভাবে তারা ব্যবসা করবেন। তিনি বলেন, পরিবেশকর্মীরা পৌরসভায় আবেদন জানিয়েছিলেন শহর পরিস্কার রাখতে রিং রোড এলাকার মাংসের দোকানগুলি অন্যত্র সরানোর।
আরও পড়ুন : ৫০০-১০০০ টাকা দিয়ে স্বাস্থ্য সাথী কার্ড বানানোর অভিযোগ পূর্ব মেদিনীপুরে, ধৃত ১
তারা জানিয়েছিলেন, একাধিক স্কুল-কলেজ রয়েছে এই রোডের পাশে। সবকিছু চিন্তা ভাবনা করেই প্রশাসন এবং পৌরসভার পক্ষ থেকে দোকানদারদের কাছে আবেদন করা হচ্ছে শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য রিং রোড থেকে দোকান সরিয়ে সহযোগিতা করার।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Midnapore
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore