Home » BJP Workers : ভোট সন্ত্রাসে ঘরছাড়া বিজেপি কর্মীরা!

BJP Workers : ভোট সন্ত্রাসে ঘরছাড়া বিজেপি কর্মীরা!

by Biplabi Sabyasachi
0 comments

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মেদিনীপুর লোকসভা কেন্দ্র বিজেপির শক্ত ঘাঁটি ছিল। অন্তত ২০১৯ সালে তৎকালীন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জয় লাভ করে তা প্রমাণ করে দিয়েছিলেন। এই লোকসভা কেন্দ্রের মেদিনীপুর ও খড়্গপুর বিধানসভায় সবথেকে বেশি ব্যবধান দিয়েছিল। সব মিলিয়ে ৮৭ হাজার এর ব্যবধান ছিল মেদিনীপুর লোকসভা কেন্দ্রে। তাকে ঘুচিয়ে ২৭ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া। নিজেদের শক্ত ঘাঁটিতে হারের পর টানা দুদিন ধরে পর্যালোচনা করে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের উপলব্ধি, “লক্ষ্মী ভান্ডারই আমাদের হারের পেছনে বড় কারণ।”


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

নিজস্ব চিত্র

নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পরেই পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে বহু বিজেপি কর্মী আক্রান্ত হয়েছেন বলে দাবি বিজেপির। হুমকি ও আক্রান্ত হয়ে অন্তত ৩৫ জন মেদিনীপুর শহরে বিজেপি জেলা কার্যালয়ে আশ্রয় নিয়েছেন বলে দাবি করেছেন অগ্নিমিত্রা পাল। তাদের সঙ্গে কথা বলার জন্য হাজির হয়েছিলেন জেলা কার্যালয়ে। আশ্বাস দেন নিরাপত্তার ও বাড়ি ফিরিয়ে দেওয়ার। অগ্নিমিত্রা পাল বলেন, “আমার খুব কাছের বন্ধু জয়ী হয়েছেন। ২০২১ এ তিনি যখন জয়ী হয়েছিলেন আবেদন ছিল এই ধরনের আক্রমণ যাতে না হয়। কিন্তু রক্ষা হয়নি। এবারও পরাজিত হওয়ার পর খড়্গপুরেই সংবাদ মাধ্যম দিয়ে আবেদন করেছিলাম কেউ যাতে আক্রান্ত না হয়। কিন্তু কোন লাভ হয়নি।

BJP Workers

আরও পড়ুন : রেশমি মেটালিকস কারখানায় শ্রমিক মৃত্যুতে জাতীয় সড়ক অবরোধ বিজেপির

আরও পড়ুন : সময়সীমার আগেই বঙ্গে প্রবেশ বর্ষা কাল, আগামী দিনে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

BJP Workers
নিজস্ব চিত্র

সুতরাং এবার আমাদের কর্মীদের রক্ষা আমরাই করব।” সেই সঙ্গে পরাজয়ের কারণ আত্মবিশ্লেষণ করেছেন দুদিন ধরে। তারপর তিনি জানান, “আমাদের পরাজয়ের অন্যতম কারণ লক্ষ্মী ভান্ডার। জানিনা বাংলার মা-বোনেদের কাছে তাদের পরিবারের আত্মসম্মান, সন্দেশখালির নারী নির্যাতনের থেকে লক্ষ্মী ভান্ডার এত প্রিয় কিভাবে হলো। যাই হোক সেটা হয়েছে। তবে মেদিনীপুর একজন ভালো সাংসদকে হারালো। ভেবেছিলাম আমি জয়ী হয়ে এইমস ধাঁচের একটা হাসপাতাল বানাবো এখানে। কিছু ইন্ড্রাস্ট্রি আনবো। কিন্তু যেহেতু সাংসদ হতে পারলাম না সেটা নিয়ে আসার ক্ষমতা ততখানি আমার নেই।”

আরও পড়ুন : ইসরোর দরবারে পিংলার সৌম্যদীপ! ভবিষ্যতে স্বপ্ন গবেষণার

আরও পড়ুন : পুরোনো মামলায় বিজেপির একাধিক নেতা কর্মীর বাড়িতে অভিযান পুলিশের

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

BJP Workers

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.