0
পত্রিকা প্রতিনিধি: মাঠে কাজ করতে গিয়ে বিষধর সাপের কামড়ে মৃত্যু হল এক যুবকের।জানা যায়, চাষের কাজ করার সময় হাতে কামড় দেয় সাপটি । স্থানীয় সুত্রে জানা যায়, কেশিয়াড়ি থানার খেজুরকুঠি গ্রামের গোবর্ধন প্রামানিক(৩৮),কেশিয়াড়ি থানার ফান্দাড়ে কাজ করতে গেলে মাঠেই সাপ কামড় দেয়।বেলদা গ্রামীণ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করে।সহকর্মী দিপক আড়ি জানিয়েছেন-“লোকের চাষের জমিতে কাজ করতে গেলে হাতেই সাপ কামড় দেয়।বেলদা হাসপাতালে আনা হলে মৃত্যু হয়।”প্রসঙ্গত বৃষ্টি শুরু হতেই জেলার বিভিন্ন জায়গায় দেখা গেছে বিষধর সাপের আতঙ্ক।ইতিমধ্যে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বিষধর সাপের কামড়ে।আজও ফের এক ব্যক্তির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।বেলদা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।