পত্রিকা প্রতিনিধিঃ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেসের হয়েছেন প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই রোড শোর মধ্যদিয়ে নির্বাচনী প্রক্রিয়া আনুযায়ী হলদিয়া মহকুমার শাসকের নিকট মনোনয়ন জমা দিয়েছেন তিনি। তবে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রামেই থাকার কথা ছিল তার। সেই অনুযায়ী তিনি সন্ধেয় জনসংযোগ করছিলেন। বিরুলিয়া মোড়ে তিনি গাড়ির ভিতরে বসেই কথা বলছিলেন সাধারণ মানুষের সঙ্গে। তবে একটা পা ছিল গাড়ির বাইরে। সেই সময় কেউ ভিড়ের চাপ গিয়ে পড়ে গাড়ির দরজার ওপরে। এবং সেই দরজা চলে যায় মুখ্যমন্ত্রীর পায়ের ওপরে। এরপর তার পায়ে খুব গুরুতর চোট লাগে। তারপা তার পায়ে বরফ দেওয়া হয়।
এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুস্থতা বোধ করতেই তাঁর জন্য চিকিৎসার বন্দোবস্ত করা হয়। ব্যথার ওষুধও দেওয়া হয়। নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করেন। খবর দেওয়া হয় বিএমওএইচকে। কিন্তু তিনি আসার আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় কলকাতার উদ্দেশে রওনা দিয়ে দেয়। মুখ্যমন্ত্রীর অভিযোগ চার-পাঁচজন দরজা বন্ধ করার চেষ্টা করে। যা তাঁর বা-পায়ে গিয়ে লাগে। পা ফুলে যায়।
কাতরাতে থাকেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, চক্রান্ত করেই করা হয়েছে। জেনে বুঝেই ধাক্কা দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে নিয়ে গাড়ির মধ্যের আসনে নিয়ে যাওয়া হয়। এক মহিলা পুলিশ আধিকারিকের কোলে মাথা দিয়ে ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে তিনি নির্বাচন কমিশনেও অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন। তৃণমূলের তরফেও ষড়যন্ত্রের অভিযোগ তোলা হয়েছে। যদিও এই অভিযোগ অশ্বীকার করেছে বিজেপি।