Home » মেদিনীপুর শহর ও খড়্গপুর সহ পশ্চিম মেদিনীপুরে ৯ টি দুর্গাপূজার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মেদিনীপুর শহর ও খড়্গপুর সহ পশ্চিম মেদিনীপুরে ৯ টি দুর্গাপূজার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি: পশ্চিম মেদিনীপুর জেলার বেশ কয়েকটি দুর্গা পুজোর উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমত‍া বন্দ্যােপাধ্যায়। গত ১২ অক্টোবর ‘চেতলা অগ্রণী’ তে দুর্গা প্রতিম‍ার চক্ষুদান করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এছাড়াও ওইদিনই বিকেল৪ টায় কলকাতার নজরুল মঞ্চে দলীয় পত্রিকা ‘জাগো বাংলার’ পুজো সংখ্যার উদ্বোধন করেন দলের সর্বময় নেত্রী।বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, বুধবার অর্থাৎ ২১ অক্টোবর পঞ্চমী। তবে করোনা সংক্রমণের বিষয়টি মাথায় রেখে মন্ডপে প্রবেশ ও প্রস্থানে কড়াকড়ি করা হয়েছে। জোর দেওয়া হয়েছে অন্যান্য বিধি পালনে, প্রকাশ করা হয়েছে গাইড লাইনও। Durgapuja News, Durgapuja News, Durgapuja News, medinipur News, Mamata banerjee, Durgapuja Inaugurate, Paschim Medinipur news

আরো পড়ুন- যেন সাক্ষাৎ ভগবান! মায়ের জীবন রক্ষায় চিকিৎসককে কৃতজ্ঞত‍া স্বীকার পুত্রের

Inaugurate of Durgapuja, Durgapuja Inaugurate by mamata Banerjee, mamata Banerjee, Medinipur Durgapuja, Ghatal Durgapuja, Kharagpur Durgapuja
মেদিনীপুর শহর ও খড়্গপুর সহ পশ্চিম মেদিনীপুরে ৯ টি দুর্গাপূজার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী


পশ্চিম মেদিনীপুর জেলার মোট ৯ টি দুর্গাপূজা মন্ডপের উদ্বোধন করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে মেদিনীপুর শহরের মধ্যে রয়েছে ছোটোবাজার সার্ব্বজনীন দুর্গোৎসব ও রবীন্দ্রনগর দুর্গোৎসব কমিটি। খড়্গপুর শহরের মোট ৪ টি দুর্গাপূজা মন্ডপের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী । এর মধ্যে রয়েছে ২৬ নং ওয়‍ার্ডের বাবুলাইন সার্ব্বজনীন দুর্গ‍াপুজো কমিটি, সাউথ ডেভেলাপমেন্টের অভিযাত্রী ক্লাব, রেলশহরের ১৪ নম্বর ওয়ার্ডের লালবাংলো সংলগ্ন আদি পুজোকমিটি ও যুব সংঘ ক্লাবের মৈত্রেয়ী পুজো কমিটি ।

আরো পড়ুন- দীঘায় ফের ডুবল মাছ ভর্তি ট্রলার,সাঁতরে প্রানে বাঁচলেন ৮, মৃত ১ জন

এছাড়াও খড়্গপুর লোকালের নেতাজী ব্যায়ামাগার ও সবুজ সংঘ ক্লাবের দুর্গাপূজা মন্ডপেরও উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী। ঘাটালে ন্যাশানাল বয়েজ ক্লাবের দুর্গাপূজার উদ্বোধনও করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমত‍ বন্দ্যোপাধ্যায় ।তবে পুরো প্রক্রিয়াটি হবে ভার্চু্য়াল । য‍ার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে পুজো কমিটিগুলি।পুজো মন্ডপগুলির উদ্বোধন হবে আগামীকাল অর্থাৎ ১৫ অক্টোবর -বৃহস্পতিবার ।দুর্গাপুজোর আগে ফের কড়া নির্দেশিকা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। যাঁরা মাস্ক পরে আসবেন না তাঁদের প্যান্ডেলে ঢোকার অনুমতি দিতে নিষেধ করেছেন তিনি। যদি মাস্ক থাকে তাহলে তাঁদের মাস্ক দিতে হবে। নইলে প্যান্ডেলে ঢুকতে দেয়া যাবে না। শহরে নতুন করে করোনা সংক্রমণ বাড়ছে জেনেই আগেই সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.