তৃণ্ময় বেরা : চিল্কীগড়ের ঐতিহাসিক কনক দুর্গা মন্দির পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী। দীর্ঘ দেড় বছর পর ঝাড়গ্রাম সফরে এসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে ঝাড়গ্রামের ঘোড়াধরা স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠক শেষে কনক দূর্গা মন্দিরে যান তিনি। প্রসঙ্গত প্রশাসনিক বৈঠক থেকে কনক দুর্গা মন্দির সংস্কারের জন্য ১কোটি টাকা বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঐতিহাসিক কনক দুর্গা মন্দিরে গিয়ে মন্দিরে চারিদিকে ঘোরঘুরি করেন তিনি এমনকি গাছের নীচে একটি বাঁধানো বসার জায়গার উপর বসে পুরোহিতদের সাথে কথাও বলেন তিনি। বাংলার মানুষের মঙ্গল কামনায় প্রার্থনাও করেন তিনি। মুখ্যমন্ত্রীর কনকদূর্গা মন্দির পরিদর্শনে এলাকাবাসীর খুবই আনন্দিত। Jhargram update, Jhargram Update, Jhargram Update, Mamata in Chilkigarh, Mamata banerjee in Jhargram, mamata in Chilkigarh mandir, mamata Jhargram News,
আরও পড়ুন- ‘সব তো দিয়েছি, এবার আপনারা কিছু দিন’ ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠকে মন্তব্য মমতার
ঝাড়্গ্রামের শহর থেকে ১৮ কিমি পশ্চিমে এক সুরম্য অরণ্যাণীর মধ্যে চিল্কিগড়ের কনকদূর্গা মন্দির । বহু ইতিহাস মন্দিরের পরতে পরতে জড়িয়ে আছে ।লোকালয় বর্জিত মন্দিরের চারিদিকে ৩৬৫ প্রজাতির বৃক্ষ ও লতাগুল্ম রয়েছে ।বর্তমানে এটি জেলার একটি বিখ্যাত পর্যটনকেন্দ্র ।
দেবীর স্বপ্নদৃষ্ট হয়ে ১৭৪৯ সালে তৎকালীন রাজা গোপীনাথ সিংহ মওগজ মন্দিরটি প্রতিষ্ঠা করেন । আজি প্রশাসনিক বৈঠক থেকে এক কোটি টাকা মন্দিরের জন্য ঘোষণা করেছিলেন তিনি। এরপর মন্দির পরিদর্শনে পর সেই টাকা বাড়িয়ে দু’কোটি টাকা করেন মুখ্যমন্ত্রী।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi।